ক্রেডিট ও ডেবিট কার্ডের নতুন নিয়ম চালু করল RBI

ক্রেডিট ও ডেবিট কার্ডের নতুন নিয়ম চালু করল RBI

3 stocks recomended

নয়াদিল্লি: দিন দিন বেড়ে চলছে প্রতারণার ঘটনা৷ এই অবস্থায় গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড সুরক্ষিত রাখতে নতুন গাইডলাইন জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ ১ অক্টোবর থেকেই এই গাইডলাইন কার্যকর হবে বলে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- LIC আছে? এবার এই বিমা সংস্থাকেও বেচে দেওয়ার তোড়জোড় কেন্দ্রের!

 

সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের মধ্যে বেড়েছে কার্ড ব্যবহারের প্রবণতা৷ কিন্তু অনেক সময়ই নানা সমস্যার মধ্যে পড়তে হয় ইউজারদের৷ তাই ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেনের সুরক্ষা ও সুবিধার্থে এই নয়া নির্দেশিকা জারি করেছে আরবিআই৷ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট, ২০০৭-এর ১০ (২) ধারায় এই নির্দেশিকা জারি করা হয়েছে৷ নয়া নির্দেশিকা অনুসারে, কার্ড ব্যবহারকারীরা এখন আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেনের পাশাপাশি যোগাযোগবিহীন কার্ডের লেনদেনের জন্য অগ্রাধিকারগুলি (পরিষেবাগুলি বেছে নেওয়া) নিবন্ধ করতে পারবেন৷ ফলে ব্যাঙ্ক থেকে ইস্যু হওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ড কেবলমাত্র দেশীয় এটিএম এবং পয়েন্ট অফ সেল (পিওএস)-এ ব্যবহার করা যাবে৷ গ্রাহকরা ডেবিট বা ক্রেডিটকার্ড দেশের বাইরে ব্যবহার করতে চাইলে, আগাম আবেদন করতে হবে৷ এছাড়াও কোনও ঝুঁকি থাকলে বর্তমান চালু কার্ডগুলি বন্ধ করে দিতে পারবে ব্যাঙ্ক৷ এর ভিত্তিতে পরবর্তী সময়ে নতুন কার্ড ইস্যু করা হবে৷

   

 

ইনফ্রাসফট টেক-এর এমডি এবং সিইও রাজেশ মীরজঙ্কার বলেন, ‘‘ডেবিট ও ক্রিডিট কার্ডের ঝুঁকি প্রশমন করতে ১ অক্টোবর থেকেই এই গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নতুন বৈশিষ্ট্যটির সাহায্যে গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের সীমা নির্ধারণ করতে পারবেন। কার্ড হোল্ডাররা ডেবিট এবং ক্রেডিট কার্ড যে কোনও সুবিধা – এটিএম, এনএফসি, পিওএস, বা ই-কমার্স (কার্ড-উপস্থিত নেই) লেনদেনের জন্য চালু বা বন্ধ করতে পারবেন।” 

আরও পড়ুন- উৎসবে আগেই গাড়ি-বাড়ি, সোনার ঋণে সুদ কমাল SBI

 

এছাড়াও ব্যাঙ্ক এবং কার্ড ইস্যু করা অন্যান্য সংস্থাগুলিকে আরবিআই জানিয়েছে, যে কার্ডগুলি আগে কখনও ভারতে বা বিদেশে অনলাইন বা সংযোগহীন লেনদেনের ক্ষেত্রে ব্যবহার হয়নি, সেগুলির অনলাইন পেমেন্ট বন্ধ করতে হবে৷ মোবাইল অ্যাপ্লিকেশন/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ এটিএম/ ইন্টারাকটিভ ভয়েস রেসপন্স বা আইভিআরের মাধ্যমে গ্রাহকরা লেনদেনের সীমা সুইচ অন বা অফ করার ২৪X৭ সুযোগ পাবেন৷ 

 

কার্ড হোল্ডাররা নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি কন্টাক্টলেস) সুবিধা ডিজেবল এবং এনেবল করার ক্ষমতাও পাবেন৷ এনএফসি প্রযুক্তি ব্যবহার করে বহু ব্যাঙ্ক কার্ড ইস্যু করেছে৷ কোনও ব্যবসায়ীকে পিওএস টার্মিনালে এই ধরনের কার্ড সুইপ করতে হবে না৷ এগুলি কনট্যাক্টলেস কার্ড৷ এনএফসি ফিচার চালু করার ব্যাপারে গ্রাহকরা সিদ্ধান্ত নিতে পারবেন৷ যাঁদের ডেবিট ও ক্রেডিট কার্ড আছে তাঁরা লেনদেনের সীমা ঠিক করতে পারবেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 12 =