সোনা কিনতে চান? সস্তায় ‘গোল্ড’ দিচ্ছে RBI, মিলবে সুদ

সোনা কিনতে চান? সস্তায় ‘গোল্ড’ দিচ্ছে RBI, মিলবে সুদ

3 stocks recomended

কলকাতা: করোনা রুখতে চলছে লকডাউন৷ স্তব্ধ জনজীবন৷ মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি৷ প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতি৷ করোনায় কাজ হারিয়ে অনিশ্চিত কয়েক কোটি শ্রমিকদের ভবিষ্যৎ৷ করোনা, লকডাউনে যখন জেরবার নগরজীবন, ঠিক তখনই চলতি অর্থবর্ষে দ্বিতীয় বারের জন্য বাজারে গোল্ড বন্ড ছাড়ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷

জানা গিয়েছে, ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত দ্বিতীয় পর্বে গোল্ড বন্ড কেনা যাবে৷ প্রতিটি বন্ডের দাম ধার্য করা হয়েছে ৪ হাজার ৫৯০ টাকা৷ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে গোল্ড বন্ড ৫০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে৷ আরবিআইয়ের গোল্ড বন্ডে ‘৯৯৯’ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে৷ ৫ মে থেকে ৮ মে পর্যন্ত ‘৯৯৯’ বিশুদ্ধ সোনার বাজারদরের গড় করে অনুপাতে দাম নির্ভর করবে৷ ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস ও শেয়ার বাজার থেকে গোল্ড বন্ড কেনা যাবে৷

কীভাবে কিনবেন এই বন্ড? যে কোনও ব্যাংক থেকে বন্ড কেনা যাবে৷ নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসে মিলবে সুবিধা৷ সেবি স্বীকৃত স্টক এক্সচেঞ্জ থেকেও গোল্ড বন্ড কেনা যাতে পারে৷ তবে, এই বন্ড কিনতে গেলে প্যান কার্ড আবশ্যক৷ নূন্যতম এক গ্রাম সোনার বন্ড কিনতে হবে৷ মোট টাকার উপর বাৎসরিক ২.৫ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যাবে৷ ৮ বছর পর ওই বন্ড ভাঙিয়ে টাকা ফেরত পাওয়া যাবে৷ ওই সময় সোনার বাজারদর হিসাবে বন্ডের মেয়াদ শেষের শেষ তিন দিনের দামের গড় করে টাকা ফেরত পাবেন গ্রাহকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *