দেশজুড়ে ATM বন্ধের নির্দেশ দিল RBI

নয়াদিল্লি: ২০১৮ সালে দেশে মোট ১,০০০ ব্যাঙ্ক এটিএম বন্ধ হয়ে গিয়েছে। প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৭ সালের শেষে গোটা দেশে ২.০৮ লক্ষ ব্যাঙ্ক এটিএম ছিল। সেখানে বর্তমানে ওই সংখ্যা কমে হয়েছে ২.০৭ লক্ষ। মূলত, গত বছর ভারতীয় স্টেট ব্যাঙ্ক ও তার সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ ও অন্য বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের

3 stocks recomended

দেশজুড়ে ATM বন্ধের নির্দেশ দিল RBI

নয়াদিল্লি: ২০১৮ সালে দেশে মোট ১,০০০ ব্যাঙ্ক এটিএম বন্ধ হয়ে গিয়েছে। প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৭ সালের শেষে গোটা দেশে ২.০৮ লক্ষ ব্যাঙ্ক এটিএম ছিল। সেখানে বর্তমানে ওই সংখ্যা কমে হয়েছে ২.০৭ লক্ষ। মূলত, গত বছর ভারতীয় স্টেট ব্যাঙ্ক ও তার সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ ও অন্য বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের ব্রাঞ্চ ও এটিএম সংহতিকরণের করায় দেশে এটিএমের সংখ্যা কমেছে। ওই ২.০৭ লক্ষ এটিএমের মধ্যে ব্যাঙ্ক ব্রাঞ্চ লাগোয়া এটিএমের সংখ্যা ১.০৬ লক্ষ। গত বছর এই সংখ্যা ছিল ১.০৯ লক্ষ। তুলনায়, অফ-সাইট এটিএমের সংখ্যা ৯৮,৪৫৪ থেকে এ বছর বেড়ে হয়েছে ১ লক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =