Bajaj Finance-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ RBI-এর! বিনিয়োগ করবেন কিনা ভাবছেন?

Bajaj Finance-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ RBI-এর! বিনিয়োগ করবেন কিনা ভাবছেন?

3 stocks recomended

কলকাতা: বাজাজ ফিনান্সের বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক৷ বাজাজ ফিনান্সের ‘ই কম’ ও ‘ইনস্টা ইএমআই কার্ডে’র মাধ্যমে ঋণের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ গ্রাহকদের পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে  ‘ই কম’ ও ‘ইনস্টা ইএমআই কার্ডে’র মাধ্যমে ঋণের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এই নির্দেশ বুধবার থেকেই কার্যকর হয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্কের ঋণদান দেওয়ার গাইডলাইন লঙ্ঘন করার কারণে এই নির্দেশ৷ 

এর আগে নিয়ম লঙ্ঘনের জন্য দু’টি ব্যাঙ্কের ওপর জরিমানা চাপিয়েছিল আরবিআই৷ এসবিআইয়ের ও  ইন্ডিয়ান ব্যাঙ্কের উপরও জরিমানা করেছিল আরবিআই৷ এবার কোপ পড়ল বাজাজ ফিনান্সের উপর৷ আরবিআইয়ের এই নির্দেশের পর প্রায় ২ শতাংশ নিচে পড়ে যায় বাজাজ ফিনান্সের শেয়ারের দাম৷ এই পরিস্থিতিতে এখন অনেকের মাথায় ঘুরছে, নিচের দিক থেকে বাজাজ ফিনান্সের শেয়ার কেনা যায় কিনা৷

পরিসংখ্যান বলছে, গত ৭ মাসে ৪৮ শতাংশ বেড়েছে বাজাজ ফাইন্যান্সের শেয়ারের দাম৷ ২০২১ সালের ১৮ অক্টোবরের হাই ব্রেক করেছে গত অক্টোবরে। সময় নিয়েছে ২৩ মাস৷ গত ৬ অক্টোবরের পর থেকে ধারাবাহিক ভাবে পড়তে শুরু করেছে বাজাজ ফিনান্সের শেয়ারের দাম৷ হাই ব্রেক করার পর আর ফিরতে পারেনি৷ যেভাবে পড়তে শুরু করেছে, তাতে স্টপ লস দেওয়ার জায়গা বেশ নিচে৷ পরবর্তী সাপোর্টে (৬৭৯৯) ফিরতে হলে আরও ৬ শতাংশ পড়তে হবে বাজাজ ফিনান্সকে৷ আর এখান থেকে উপরে যেতে গেলে আরও ১৭ শতাংশ উপরে উঠতে হবে৷ ৬৭৯৯-এর পরের সাপোর্ট ১৯ শতাংশ নিচে ৫৫১৮৷ অর্থাৎ দ্বিতীয় সাপোর্ট থেকে হাই পর্যন্ত উঠতে গেলে ৪৭ শতাংশ উঠতেই হবে দাম। ৬৭৯৯-এর নিচে নেমে গেলে আরও নিচে নামতে পারে শেয়ারের দাম। এক্ষেত্রে হেজ করা যেতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের। EMA 10>30>50 মিলে গেলে, নিচের দিক থেকে শেয়ার কিনে, পুট অপশন কেনা যেতে পারে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের একাংশের৷  

এমনিতেই পজিশনাল ট্রেডাররা শেয়ারকে কোনও ভাবেই ৮ শতাংশের নিচে নামতে দেন না। কারণ, শেয়ারের দাম যদি ৮ শতাংশের নিচে পড়ে যায়, তাহলে কেনা দামে ফিরতে হলে ওই শেয়ারকে ৯ শতাংশ পর্যন্ত বাড়তে হবে৷ আর কোনও শেয়ার যদি ২৫ শতাংশ পড়ে যায়, তাহলে কেনা দামে ফিরতে হলে ওই শেয়ারকে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়তে হবে৷ এই মুহূর্তে বাজাজ ফাইন্যান্স, এই স্তরেই রয়েছে৷ একইভাবে ৫০ শতাংশ কমে যাওয়া শেয়ার কেনা দামে ফিরতে প্রয়োজন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি৷ ৭৫ শতাংশ কমা শেয়ারকে ৩০০ শতাংশ পর্যন্ত বাড়তে হবে৷ আর তা না হলে মূলধন ক্ষতির মুখোমুখি হতে পারে।

তবে অবশ্যই মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগের আগে  বাজার সম্পর্ক ধারণা থাকা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷  https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =