নয়াদিল্লি: অক্টোবর মাস থেকে বাজার থেকে বাতিল হওয়ার কথা ছিল ২০০০ টাকার নোটের। এই ঘোষণা হওয়ার পরই দেশের সাধারণ মানুষের মনে সেই নোটবন্দির স্মৃতি ফিরে আসে। তবে পরিস্থিতি যাতে তেমন দিকে না যায় তাই জন্য বেশ কিছুটা সময় দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু এখন তো সেই সময়ও পেরিয়ে গিয়েছে। তাহলে কি এই নোট নিষিদ্ধ? উত্তর হল, না। আরবিআই জানিয়েছে, এই নোট এখনও বৈধ।
২০১৬ সালে কেন্দ্রের বিজেপি সরকার পুরনো ৫০০ টাকার নোট বদলে নতুন নোট আনে এবং ১০০০ টাকার নোট বাতিল করে আনা হয় ২০০০ টাকার নোট। ৭ বছরের মাথায় নতুন এই ২০০০ টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। কিন্তু সম্প্রতি আরবিআই জানিয়েছে, ২০০০ টাকার নোট এখনও বৈধ। তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জমা দিতে হবে।
জানানো হয়েছে, কোনও ব্যক্তির কাছে যতগুলি ২০০০ টাকার নোট আছে, রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে ওই নোটগুলির নম্বর দিয়ে তা জমা দেওয়া যাবে। সেই পরিমাণ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রিজার্ভ ব্যাঙ্ক। তবে তিনি অন্য কোনও অ্যাকাউন্টে ওই টাকা পাঠাতে পারবেন না। ব্যক্তির পাশাপাশি সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।