ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই টানা ৯ বার রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই টানা ৯ বার রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

নয়াদিল্লি:  ওমিক্রন আতঙ্কের মধ্যে আরও একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ এই নিয়ে টানা ৯ বার সুদের হার অপরিবর্তিত রাখা হল৷ মুদ্রানীতি কমিটি বা মনেটারি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে সম্মতি জানায়৷ ফলে রেপো রেট ৪ শতাংশই থাকল৷  

আরও পড়ুন- আম্বানিকে চাপে ফেলে ভারতে ইন্টারনেট ব্যবসা শুরুর আর্জি এলন মাস্কের

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আজ, বুধবার রেপো রেট অপরিবর্তি রাখার কথা ঘোষণা করেন৷ তিনি জানিয়েছেন, অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে মনেটরি পলিসি কমিটি সর্বসম্মত ভাবে ৫-১ ভোটে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, রিভার্স রেপো রেটও অপরিবর্তিত থাকছে৷ রিভার্স রেপো রেট হবে ৩.৩৫ শতাংশ।

আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট এবং ব্যাঙ্ক রেটও (৪.২৫ শতাংশ) অপরিবর্তিত থাকছে৷ প্রসঙ্গত, গত বছর মে মাসে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই৷ সুদের হার অনেকটাই কমানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা৷ করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচাতে নীতি পরিবর্তন করে রেপো রেট কমিয়ে দেওয়া হয়। 

ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝে দেশের অর্থনীতির ঘুরে দাঁড়াতে আরও কিছুটা সময় লাগবে৷ সেই কারণেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। জিডিপি বৃদ্ধির হার প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি ৯.৫ শতাংশ হারে বাড়তে পারে। অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ ও চতুর্থ ত্রৈমাসিকে ৬ শতাংশ বৃদ্ধির হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রিয়েল জিডিপি বৃদ্ধির হার হতে পারে ১৭.২ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *