ব্যাংকের সুদের হার নির্ধারণে বড়সড় পরিবর্তন আনছে RBI

কলকাতা: গাড়ি-বাড়ি ঋণে সুদের হার নির্ধারণে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ রেপো রেটের উপর নির্ভর করবে সুদের হারের ধরন৷ রেপো রেট কমলে সুদের হার কমবে৷ রেপো বাড়বে বাড়বে সুদের হার৷ আগামী ১ অক্টোবর থেকে নয় এই ঋণ ব্যবস্থা কার্যকর করতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ নয় এই ব্যবস্থায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

3 stocks recomended

ব্যাংকের সুদের হার নির্ধারণে বড়সড় পরিবর্তন আনছে RBI

কলকাতা: গাড়ি-বাড়ি ঋণে সুদের হার নির্ধারণে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ রেপো রেটের উপর নির্ভর করবে সুদের হারের ধরন৷ রেপো রেট কমলে সুদের হার কমবে৷ রেপো বাড়বে বাড়বে সুদের হার৷ আগামী ১ অক্টোবর থেকে নয় এই ঋণ ব্যবস্থা কার্যকর করতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ নয় এই ব্যবস্থায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

প্রতি তিন মাস অন্তর রেপো রেটের হার নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক৷ দেশের আর্থিক মন্দার রুখতে ইতিমধ্যেই রেপো রেট কমানোর পথে হেঁটেছে রিজার্ভ ব্যাংক৷ রিজার্ভ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে হারে সুদ দিয়ে থাকে, সেটাকে বলা হয় রেপো৷ ফলে রেপো রেট কমলে আরবিআইকে কম সুদ দিতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে৷ সুদ কম গুনতে হলে লাভ বেশি হয় বাণিজ্যিক ব্যাংকগুলির৷ ফলে, আইবিআই চাইছে, রেপো রেটের উপর ভিত্তি করে বাণিজ্যিক ব্যাংকগুলিও তাদের গ্রাহকদের সুদের হার নির্ধারণ করুক৷

ইতিমধ্যেই এসবিআইয়ের তরফেও এহেন প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে৷ এসবিআই তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংক যে হারে রেপো রেট ঘোষণা করবে সেই হারে পরবর্তী সুদের হার নির্ধারণ করবে এসবিআই৷ রেপো রেট কমলে, কমবে সুদের হার৷ রেপো বাড়লে সুদের হারও বাড়বে৷ এই সিদ্ধান্ত কার্যকর হলে গাড়ি-বাড়ি ঋণে সুদের হার ওঠানামা করবে৷ ফলে যারা প্রভাব ইএমআইয়ের উপর পড়বে৷ এই ব্যবস্থায় খারাপ-ভাল দু’টি দিক থাকছে৷
এই ব্যবস্থায় সব থেকে বেশি প্রভাবিত হবেন ব্যবসায়ীরা৷ কেননা, ব্যবসায়ীরা ওডি ও সিসি ঋণ ব্যবহার করে থাকেন৷ ফলে এ ক্ষেত্রেও সেই সুদের হারও ওঠানামা করতে পারে৷ ব্যাংকে জমানো আমানতের সুদের হারও তিন মাস অন্তর অন্তর নির্ধারণ করা হতে পারে বলেও খবর৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে সুদের উপর নির্ভরশীল প্রবীণ ব্যক্তিদের চূড়ান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন বলে তৈরি হয়েছে আশঙ্কা৷

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে রেপো কমিয়েছে রিজার্ভ ব্যাংক৷ এই মুহূর্তে রিপোর্টের হার ৮ শতাংশ থেকে নেমে ৫.৭৫ শতাংশের নীচে অসেছে ঠেকেছে৷ তবে, অভিযোগ রেপো কমলেও সুদের হার কমাচ্ছে না ব্যাঙ্ক৷ ফলে এই ধরনের ব্যাঙ্কগুলির যথেচ্ছাচার যাতে বন্ধ করা যায় সেই দিকেই নজর রেখে এবার রেপো রেটের উপর সরাসরি ব্যাংকের সুদের হার নির্ধারণ করার পক্ষে সওয়াল করতে শুরু করেছে রিজার্ভ ব্যাংক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *