এবার মোবাইলের এক ক্লিকেই মিলবে ঋণ! UPI-র ধাঁচে ULI আনছে RBI

কলকাতা: ঋণ নিতে চান? এবার থেকে আর ছুটতে হবে না ব্যাঙ্কে। পোহাতে হবে না নথি-পত্র জমা দেওয়ার হ্যাপা। জাস্ট মোবাইল ফোনের এক ক্লিকেই মিলবে ঋণ৷…

RBI3

কলকাতা: ঋণ নিতে চান? এবার থেকে আর ছুটতে হবে না ব্যাঙ্কে। পোহাতে হবে না নথি-পত্র জমা দেওয়ার হ্যাপা। জাস্ট মোবাইল ফোনের এক ক্লিকেই মিলবে ঋণ৷ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে লোনের টাকা! এবার দেশজুড়ে এমনই অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতি চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। যা ভারতীয় অর্থনীতিতে বিপ্লব আনতে চলেছে বলেও অর্থনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷

 

ULI launched-

সোমবার, ২৬ অগাস্ট ঋণের ক্ষেত্রে এবার থেকে ইউনিফায়েড লেন্ডিং ইন্টারফেস বা ইউএলআই (ULI) চালু করার কথা জানান আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। সম্প্রতি এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করে আরবিআই৷ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের সঙ্গে এর তুলনা টেনে আরবিআই গভর্নর বলেন, ‘‘গ্রামীণ এলাকার বাসিন্দাদের মধ্যে যে ঋণের চাহিদা রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখেই ইউএলআই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে স্বল্প মেয়াদী ঋণ পাবেন উপভোক্তারা৷’  ইউএলআই গোটা দেশে চালু হয়ে গেল ঋণ নেওয়ার পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। যা বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতির ছবি৷