২০ টাকার নতুন নোট আনছে RBI, কেমন হবে সেই নোট? দেখুন ছবি

নয়াদিল্লি: ২০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সবুজাভ হলুদ রঙের নোটের পেছনে থাকবে ইলোরার মোটিফ। সামনে মহাত্মা গান্ধীর ছবি। দৈর্ঘ্য ও প্রস্থে নোটটি হবে ৬৩ মিলি মিটার ও ১২৯ মিলি মিটার। নতুন নোট আসার পর পুরনো নোটও বৈধ থাকবে বলে জানিয়েছে আরবিআই। নিউম্যারিক ও দেবনাগরী, দুই হরফে ২০ সংখ্যা লেখা

3 stocks recomended

২০ টাকার নতুন নোট আনছে RBI, কেমন হবে সেই নোট? দেখুন ছবি

নয়াদিল্লি: ২০ টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সবুজাভ হলুদ রঙের নোটের পেছনে থাকবে ইলোরার মোটিফ।

২০ টাকার নতুন নোট আনছে RBI, কেমন হবে সেই নোট? দেখুন ছবিসামনে মহাত্মা গান্ধীর ছবি। দৈর্ঘ্য ও প্রস্থে নোটটি হবে ৬৩ মিলি মিটার ও ১২৯ মিলি মিটার। নতুন নোট আসার পর পুরনো নোটও বৈধ থাকবে বলে জানিয়েছে আরবিআই। নিউম্যারিক ও দেবনাগরী, দুই হরফে ২০ সংখ্যা লেখা থাকবে এই নোটে। নোটের ডানদিকে থাকবে অশোক স্তম্ভের ছবি। প্রায় মাঝ বরাবর থাকবে নতুন গভর্নর শক্তিকান্ত দাস-এর স্বাক্ষর।

নোটবাতিলের পর নোট ছাপাতে খরচ হয়েছিল প্রায় ৭,৯৬৫ কোটি টাকা। রাজ্যসভায় এমনটাই জিনিয়েছিলেন  কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ গত বছর শীত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে, তিনি তাঁর লিখিত বক্তব্যে জানান, নোটবন্দির আগের বছর নোট ছাপাতে খরচ হয় ৩,৪২১ টাকা। অর্থাৎ এটা ২০১৫-১৬ সালের খরচ। আবার ২০১৬-১৭তে নোট ছাপতে খরচ হয় ৭,৯৬৫ কোটি টাকা। ২০১৭-১৮ সালে খরচ হয় ৪,৯১২ কোটি টাকা। তবে, নতুন ৫০০, ২০০০ টাকার নোট ছাপতে কত খরচ হয়েছিল, সেটা আলাদা জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক। এখানে সামগ্রিক নোট ছাপানোর খরচ তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, নোটবাতিলের সময় একমাত্র এসবিআইয় ব্যাঙ্ক কর্তৃপক্ষই চারজনের মৃত্যুর ঘটনা জানিয়েছে। তাঁদের তিনকর্মী ও এক গ্রাহকের মৃত্যু হয় সেই সময়। তাঁদের ৪৪.০৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নোট বাতিলের ফলে শিল্প ও কর্মসংস্থানে ওপর কী কী প্রভাব পড়েছিল? এমন প্রশ্নও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *