RBI-এর ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ল Axis Bank-এর শেয়ার! ঘুরে দাঁড়াবে?

RBI-এর ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ল Axis Bank-এর শেয়ার! ঘুরে দাঁড়াবে?

3 stocks recomended

rbi

কলকাতা: বাজাজ ফিনান্সের পর এবার অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি লঙ্ঘন করার দায়ে অ্যাক্সিস ব্যাঙ্ককে ₹৯০.৯২ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই৷ প্রায় কোট টাকার জরিমানার নির্দেশ কার্যত হতে না হতেই মুখ থুবড়ে পড়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম৷ আর এই পরিস্থিতিতে অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার নিয়ে অনেকেই পড়ে গিয়েছেন চিন্তায়৷ আবার অনেকে ভাবছেন, এটাই হইত কেনার সেনার সঠিক সময়৷ কিন্তু সত্যিই তাই?

আরবিআইয়ের তরফে জরিমানার ঘোষণা হতেই অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার এক-ধাক্কায় কমে গিয়েছে ১.৫১%৷ ১৫ মিনিটের চার্ট প্যাটার্নে VWAP-সহ  ৫০, ১০০, ২০০ EMA-র নিচে এই মুহূর্তে ট্রেড করছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ RSI-এ ডাইভারজেন্স খুবই স্পষ্ট৷ Volume খুবই কমে দেখে গিয়েছে ১৫ মিনিটের চার্ট প্যাটার্নে৷ তবে, ১৫ মিনিট ছাড়া বাকি ১ ঘণ্টা বা ১ দিন কিংবা সপ্তাহের প্যাটার্নে ৫০, ১০০, ২০০ EMA-র উপরেই ট্রেড করছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ এক্ষেত্রেও RSI-এ ডাইভারজেন্স হয়ে রয়েছে৷ গত ২০ সেপ্টেম্বরের হাই এখনও ব্রেক করতে পারেনি এই স্টক৷ দু’বার ব্রেক করার চেষ্টা হলেও তা কাজে আসেনি৷ তবে, অ্যাক্সিস ব্যাঙ্ককে নিয়ে বাজারের প্রত্যাশা বেশ চওড়া৷ বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান, আগামী দু’বছরের মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক ১১৬১-এর কাছাকাছি পৌঁছতে পারে৷ তবে, প্রত্যাশা থাকলেও দীপাবলির পরই আরবিআইয়ের এই ধাক্কা, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত বাজার বিশেষজ্ঞদের৷  ১০৪৫-এর জোন থেকে আইবিআইয়ের ধাক্কা কতটা কাটিয়ে উঠতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক, সেটাই এখন দেখার৷

অ্যা

যদিও, একই ভাবে দীপাবলির পরই বাজাজ ফিনান্সেও লেগেছে আরবিআইয়ের ধাক্কা৷ বুধবার ২% কমলেও বৃহস্পতিবার বাজাজ ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে ১.৮৯%৷ বাজাজ ফিনান্সের মতোই কি মাথা তুলে দাঁড়াবে অ্যাক্সিস ব্যাঙ্ক? সেটাই এখন দেখার৷

অবশ্যই মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্ক ধারণা থাকা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + thirteen =