করোনায় আর্থিক ক্ষতি! কীভাবে ঘুরে দাঁড়াবে ভারত? বার্তা RBI গভর্নরের

জি ২০ দেশের মধ্যে ভারতের বৃদ্ধির হার সবথেকে বেশি: RBI

3 stocks recomended

 

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে মহামারী করোনা৷ আর তার জেরেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনীতি৷ করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির গতি ফেরাতে এবার বেশ কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর শশীকান্ত দাস৷ আজ সাংবাদিক বৈঠক করে বেশ কিছু আশারবাণী শুনিয়েছেন তিনি৷

আজ সকাল দশটায় সাংবাদিক বৈঠক করে আরবিআইয়ের গভর্নর শশীকান্ত দাস৷ জানান, করোনা মোকাবিলায় প্রস্তুত ভারত৷ পরিস্থিতির ওপর নজর রাখছে আরবিআই৷ বলেন, ‘‘করোনা মোকাবিলায় বীরযোদ্ধাদের আরবিআই কুর্ণিশ জানাচ্ছে৷ আরবিআই করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে৷ অন্ধকারের সময়ে কাটিয়ে ফের ঘুরে দাঁড়াবে ভারত৷ ব্যাংকগুলির উপর কড়া নজরদারি রাখছে আরবিআই৷ মানবিকতার স্বার্থে এখন যা যা প্রয়োজন সেই সমস্ত পদক্ষেপ নেবে আরবিআই৷’’ ভারতীয় অর্থনীতির বৃদ্ধি প্রসঙ্গে আরবিআই প্রধান জানিয়েছেন, ভারতে আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ হতে পারে৷

এদিন আরবিআই প্রধান জানান, এবছর বৃষ্টির স্বাভাবিক হবে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে৷ ফলে ফসলের উৎপাদন বাড়তে পারে৷ সে ক্ষেত্রে আর্থিক ক্ষতি কিছুটা কমানো যেতে পারে৷ বাজারে নগদের যোগান বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন তিনি৷ বড় ক্ষতির মুখে এই মুহূর্তে গাড়ি শিল্প৷ তাদের কেউ কিছু সুরাহা দেওয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন আরবিআই গভর্নর৷ জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হতে পারে বলেও আরবি প্রধান জানিয়েছেন৷ ভারতে জিডিপি বৃদ্ধি ৩.২% হতে পারে বলেও জানিয়েছেন তিনি৷

G-20 দেশগুলির মধ্যে সবথেকে বেশি ভারতে বৃদ্ধির হার হতে পারেও পূর্বাভাস দিয়েছেন আরবিআই প্রধান৷ বাজারে যথেষ্ট পরিমাণ নদগের পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি৷ একই সঙ্গে ভারতীয় অর্থনীতি বাঁচাতে রেপো ও রিভার্স রেপো রেট কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে আরবিআই৷ করোনা পরিস্থিতিতে একগুচ্ছ ঘোষণা করা হলেও ব্যাংকের অর্থনৈতিক পরিকাঠামো যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে, তার ওপর নজর রেখেই আগামী দিনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ঘোষণা করেছেন আরবিআই প্রধান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fifteen =