সোনা কিনতে চান? মাত্র ৪৫৮৯ টাকায় ‘গোল্ড’ দিচ্ছে RBI, মিলবে সুদ

সোনা কিনতে চান? মাত্র ৪৫৮৯ টাকায় ‘গোল্ড’ দিচ্ছে RBI, মিলবে সুদ

3 stocks recomended

কলকাতা: করোনা রুখতে চলছে লকডাউন৷ স্তব্ধ জনজীবন৷ মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি৷ প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতি৷ করোনায় কাজ হারিয়ে অনিশ্চিত কয়েক কোটি শ্রমিকদের ভবিষ্যৎ৷ করোনা, লকডাউনে যখন জেরবার নগরজীবন, ঠিক তখনই চলতি অর্থবর্ষে প্রথম বারের জন্য বাজারে গোল্ড বন্ড ছাড়ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷

জানা দিয়েছে, রবিবার অক্ষয় তৃতীয়ার আগে শুক্রবার পর্যন্ত কেনা যাবে এই বন্ড৷ গোল্ড বন্ড ইস্যু হবে পরবর্তী সপ্তাহে৷ বন্ডপ্রতি দাম ধার্য করা হয়েছে মাত্র ৪৬৩৯ টাকা৷ করোনার জেরে যেহেতু সোনার দোকানগুলি বন্ধ, ফলে আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে বন্ডের চাহিদা তুঙ্গে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ যদিও, করোনার জেরে অর্থে টানা পড়েছে আমজনতা৷ সেই পরিস্থিতি দাঁড়িয়ে আদৌ মধ্যবিত্ত জমতা সেই সুবিধা নিতে পারবে কি না, তা নিয়ে থাকছে প্রশ্ন৷

প্রথম দফা গোল্ড বন্ড চালু হয়েছে ২০ এপ্রিল থেকে৷ কেনাকাটাপর্ব শেষ হলে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত৷ পরবর্তী বন্ডগুলি বাজারে ছাড়া হবে মে ও জুন এবং জুলাই মাসে৷ ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন ‘৯৯৯’ বিশুদ্ধ সোনার দাম অনুযায়ী ১ গ্রাম সোনার দামের গড় করা হবে৷ যাঁরা অনলাইনে সোনার বন্ড কিনবেন, তাঁরা প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন৷ সেক্ষেত্রে বন্ডের দাম দাঁড়াবে ৪৫৮৯ টাকা৷  

কীভাবে কিনবেন এই বন্ড? যে কোনও ব্যাংক থেকে বন্ড কেনা যাবে৷ নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসে মিলবে সুবিধা৷ সেবি স্বীকৃত স্টক এক্সচেঞ্জ থেকেও গোল্ড বন্ড কেনা যাতে পারে৷ তবে, এই বন্ড কিনতে গেলে প্যান কার্ড আবশ্যক৷ নূন্যতম এক গ্রাম সোনার বন্ড কিনতে হবে৷ মোট টাকার উপর বাৎসরিক ২.৫ শতাংশ হারে বার্ষিক সুদ পাওয়া যাবে৷ ৮ বছর পর ওই বন্ড ভাঙিয়ে টাকা ফেরত পাওয়া যাবে৷ ওই সময় সোনার বাজারদর হিসাবে বন্ডের মেয়াদ শেষের শেষ তিন দিনের দামের গড় করে টাকা ফেরত পাবেন গ্রাহকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + five =