মুখ থুবড়ে পড়ল RBI, পদ ছাড়লেন ডেপুটি গভর্নর

নয়াদিল্লি: কেন্দ্র সরকারের বিরুদ্ধে যুদ্ধ আগেই ঘোষণা করেছিলেন তিনি৷ রিজার্ভ ব্যাংকের অন্তর্দ্বন্দ্ব ফের উঠল চড়মে৷ উর্জিত প্যাটেলের পর এবার ইস্তফা দিলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য৷ কর্মজীবনের ছ’মাস বাকি থাকতেই তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ ইস্তফা দেওয়ার পিছনে ব্যক্তিগত কারণ জানানো হলেও বিরল আচার্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্রোহ ছিল অনেক পুরানো৷ গত বছর ডেপুটি গভর্নর বিরল

3 stocks recomended

মুখ থুবড়ে পড়ল RBI, পদ ছাড়লেন ডেপুটি গভর্নর

নয়াদিল্লি: কেন্দ্র সরকারের বিরুদ্ধে যুদ্ধ আগেই ঘোষণা করেছিলেন তিনি৷ রিজার্ভ ব্যাংকের অন্তর্দ্বন্দ্ব ফের উঠল চড়মে৷ উর্জিত প্যাটেলের পর এবার ইস্তফা দিলেন ডেপুটি গভর্নর  বিরল আচার্য৷ কর্মজীবনের ছ’মাস বাকি থাকতেই তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ ইস্তফা দেওয়ার পিছনে ব্যক্তিগত কারণ জানানো হলেও বিরল আচার্যের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্রোহ ছিল অনেক পুরানো৷

গত বছর ডেপুটি গভর্নর বিরল আচার্য্য অভিযোগ করেন, স্বশাসিত প্রতিষ্ঠানে যে ভাবে কেন্দ্র নাক গলাচ্ছে কেন্দ্র, এর জেরে দেশে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে৷ এই আশঙ্কাও সত্যি হয়৷ অক্টোবর থেকে ডিসেম্বরে কমেছে মোট জাতীয় উৎপাদন৷ জিডিপি সূচক দাঁড়িয়েছে মাত্র ৬.৬ শতাংশে৷ শেষ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭ শতাংশ৷ গত ১৫ মাসে জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে কম৷ এই প্রসঙ্গে তিনি আর্জেন্টিনা সরকারের পদক্ষেপকে উদাহরণ হিসাবে টানেন৷ মন্তব্য করেন, ‘‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে সম্মান করছে না সরকার৷ দেরিতেও হলে তার প্রভাব আর্থিক বাজারে পড়তে পারে৷’ বিরলের এই মন্তব্যের পরই কেন্দ্র ও আরবিআইয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে৷

উর্জিত পটেল যখন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজের ইস্তফার দেন, তখন জল্পনা ছড়িয়ে পড়ে, ডেপুটি গভর্নর বিরল আচার্য্য তাঁর পদত্যাগ জমা দিতে পারেন৷ কিন্তু, তখন তা তিনি না করলেও আজ চূড়ান্ত সিদ্ধন্তটা নিয়েই ফেলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 15 =