গোল্ড লোনে বড় ছাড় ঘোষণা RBI-এর, বদলে যাচ্ছে সেভিংস-কারেন্ট অ্যাকাউন্টের চেক ব্যবস্থা

গোল্ড লোনে বড় ছাড় ঘোষণা RBI-এর, বদলে যাচ্ছে সেভিংস-কারেন্ট অ্যাকাউন্টের চেক ব্যবস্থা

imagesmissing

নয়াদিল্লি: করোনা ধাক্কা সামলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির চাকা সামান্য ঘুরতে শুরু করেছে৷ কিন্তু, তার প্রভাব এখনও পড়েনি জিডিপি বৃদ্ধির সূচকে৷ বরং তা নিচের দিকে থাকতে পারে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ করোনা আবহে দেশের অর্থনীতি আরও খানিকটা চাঙ্গা করতে এবার গোল্ড লোনের ক্ষেত্রে বড়বড় ছাড় দেওয়ার ঘোষণা করল আরবিআই৷ সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের চেক ইস্যু করার ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম৷ জানিয়েছেন আরবিআই প্রধান৷

6f85a0e841d309c54eb8aded664db6f7

কৃষি ছাড়া অন্য যে কোনও প্রয়োজনে সোনার গয়না আর্থিক কিংবা ব্যাঙ্কে জমা রেখে ঋণ গ্রহণ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনার বিষয়ে বিষয়ে ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস৷ জানিয়েছেন, এতদিন গয়না জমা রেখে ঋণ নেওয়ার ক্ষেত্রে সোনার বাজারদর অনুযায়ী ৭৫ শতাংশ ঋণ দিত ব্যাঙ্ক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলি৷ আরবিআইয়ের বিধি অনুযায়ী ৭৫ শতাংশের বেশি ঋণ কোনও ভাবেই এতদিন পাওয়া যাতে না৷ উল্টে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি নিজেদের বিধি অনুযায়ী ঋণের অঙ্ক নির্ধারণ করে থাকত৷ এবার সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৯০ শতাংশ করার ঘোষণা করেছে আরবিআই৷

c2e30befcdcce9f123afb88f99d233f2

কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই সুবিধা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত পাওয়া যাবে৷ এছাড়াও সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের চেক ইস্যু করার ক্ষেত্রেও নতুন নিয়ম আসছে বলেও জানিয়েছে আরবিআই৷ ৫০ হাজার বা তার বেশি টাকার চেক ইস্যু করার সময় কাকে ওই চেক দেওয়া হচ্ছে, তা উল্লেখ করে অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নিজের ব্যাঙ্ককে জানাতে হবে৷ চেক জালিয়াতি রুখতে এই ব্যবস্থা বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের৷ জানা গিয়েছে ওই ব্যাঙ্কের কাছে থাকা ওই চেক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পর সেটি ক্লিয়ার করা হবে বলে খবর৷ এই ব্যবস্থা কীভাবে কার্যকর হবে, তা পরে বিস্তারিত রূপরেখা জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *