১৭ মাসে ২.৫ শতাংশ সুদ কমিয়েছে RBI, ঘোষণা গভর্নরের

১৭ মাসে ২.৫ শতাংশ সুদ কমিয়েছে RBI, ঘোষণা গভর্নরের

 

নয়াদিল্লি: করোনা জেরে থমকে গিয়েছে দেশের অর্থনীতি৷ জেরবার গোটা বিশ্ব৷ ধুঁকতে থাকা ভারতীয় অর্থনীতিতে চাঙ্গা করতে ইতিমধ্যেই বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র৷ কেন্দ্রের আর্থিক প্যাকেজে কিছুটা হলেও দাঁড়াতে পেরেছে ভারতীয় শেয়ার বাজার৷ শেয়ারবাজারের পর এবার ব্যাংকিং ক্ষেত্রকে চাঙ্গা করতে আরও বেশ কিছু সুবিধার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক আরবিআই৷

আজ সাংবাদিক বৈঠক করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷ সেখানে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আরবিআই প্রধান ঘোষণা করেন, করো না পরিস্থিতি বিবেচনা করে গত ফেব্রুয়ারি থেকে রোপো রেট কমিয়ে চলেছে আর বিআই৷ পরিসংখ্যান তুলে ধরে আরবিআই প্রধান জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমেছে আরবিআই যা৷ শতাংশের হিসাবে আড়াই শতাংশ৷ অর্থাৎ  ব্যাংকগুলি থেকে ২.৫ শতাংশ কম সুদ কম নেবে আরবিআই৷

 শক্তিকান্ত দাসের দাবি, বাজারের অবস্থা ফেরাতে আরবিআইয়ের এই সিদ্ধান্ত ব্যাংকগুলি আরও সুবিধা পাবে৷ তবে এদিন নতুন করে আরবিআইয়ের তরফ এ রেপো রেট কমানো হয়নি৷ ফলে এখনই সাধারণ জনতার সুদের হার কমার তেমন কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না৷ এদিন আক্ষেপের সুরে আরবিআই গভর্নর জানান, গত ১০০ বছরে এমন অর্থনৈতিক ও স্বাস্থ্যের সঙ্কট দেখা নিয়ে গোটা বিশ্ব৷ আর সেই কারণে বাজারে স্থিতাবস্থা দেখা যাচ্ছে না৷ তবে গুণগত মান ধরে রেখে ভারতীয় বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেও আশারবাণী শুনিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *