হৃদয় কাঁপিয়ে অতীতে ফিরলেন যৌবনের রতন টাটা! প্রকাশ্যে নতুন ছবি

হৃদয় কাঁপিয়ে অতীতে ফিরলেন যৌবনের রতন টাটা! প্রকাশ্যে নতুন ছবি

3 stocks recomended

নয়াদিল্লি: এক নয়, এবার একাধিক ছবি প্রকাশ্যে এল শিল্পপতি রতন টাটার৷ সম্প্রতি দেশের অন্যতম শিল্পপতি তথা টাটাগোষ্ঠীর কর্ণধার রতন টাটার যৌবনের একটি ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেই ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় সোরগোল ফেলে দেওয়ার পর এবার প্রকাশ্যে এল যৌবনের রতন টাটার আর বেশ কিছু ছবি৷

ছবিগুলি প্রথম দেখায় বুঝ যাচ্ছে না ওঠা কি সত্যিই শিল্পপতি রতন টাটার যৌবনের ছবি৷ সকলের ধারণা হয়ে ছিল, এটা নিশ্চিত ভাবে কোনও হলিউড তারকার ছবি৷ প্রানোদীপ্ত, সুপুরুষ চেহারার ঐ যুবকের ছবি যে কোনও বয়সী মেয়েরই রাতের ঘুম কেড়ে নিতে পারে৷ 

একটি ছবি ভাইরাল হওয়ার পর এবার আরও বেশ কয়েকটি ছবি এসেছে প্রকাশ্যে৷ সকলের অদেখা নানা সময় নানা মেজাজে থাকা রতন টাটার ছবি ফের ভাইরাল৷ সেইসব ছবিগুলির মধ্যে রয়েছে, রতন টাটার ছাত্রবস্থার ছবি, কোনটি আবার বিমান চালকের ভূমিকায় তিনি৷ কোনও ছবিতে রতন টাটাকে দেখা যাচ্ছে বিশিষ্ট শিল্পপতি কেপিপি নামিবিয়ার সাথে, কখনও আবার তাঁর কাজের দীক্ষা গুরু জে আর ডি টাটার সঙ্গে৷ 

জানা গিয়েছে, ১৯৬২ সালের শেষে দিকে আমেরিকা থেকে ভারতে আসেন রতন টাটা৷ মার্কিন দেশের লস অ্যাঞ্জেলসের জন্স অ্যান্ড এমন্সের সংস্থায় প্রথম জীবনে কাজ করতেন তিনি৷ গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন রতন টাটা৷ তারপর সোশ্যাল দুনিয়ায় রতন টাটার একের পর এক ছবি ভাইরাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =