দূরপাল্লার ট্রেনে খাবারের দাম দ্বিগুণ বাড়াল রেল

কলকাতা: দূরপাল্লার ট্রেনে খাবারের দাম বেশ খানিকটা বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির রেল৷ রাজধানী-শতাব্দী-দুরন্ত-সহ সাধারণ দূরপাল্লার ট্রেনের খাবারের দাম বাড়ানো হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ রাজধানী, শতাব্দী, দুরন্তে টিকিটের দামের সঙ্গে খাবারের দাম যুক্ত থাকার চল ছিল৷ পরে তা ঐচ্ছিক করা হয়৷ কিন্তু, তার পরও বহু যাত্রী টিকিটের সঙ্গে খাবারের দাম মিটিয়ে দিতেন৷ ফলে,

3 stocks recomended

দূরপাল্লার ট্রেনে খাবারের দাম দ্বিগুণ বাড়াল রেল

কলকাতা: দূরপাল্লার ট্রেনে খাবারের দাম বেশ খানিকটা বাড়িয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির রেল৷ রাজধানী-শতাব্দী-দুরন্ত-সহ সাধারণ দূরপাল্লার ট্রেনের খাবারের দাম বাড়ানো হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ রাজধানী, শতাব্দী, দুরন্তে টিকিটের দামের সঙ্গে খাবারের দাম যুক্ত থাকার চল ছিল৷ পরে তা ঐচ্ছিক করা হয়৷ কিন্তু, তার পরও বহু যাত্রী টিকিটের সঙ্গে খাবারের দাম মিটিয়ে দিতেন৷ ফলে, এখন থেকে খাবার বাবদ যাত্রীদের অতিরিক্ত মূল্য চোকাতে হবে৷

জানা গিয়েছে, রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো ট্রেনগুলিতে এতদিন সকালের খাবারের মূল্য ছিল ৯০ টাকা৷এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৪০ টাকা৷ দুপুর ও রাতের খাবারের দাম ছিল ১৪০ টাকা৷ এখন তা বেড়ে হচ্ছে ২৪৫ টাকা৷ সন্ধ্যার জলখাবারে ৭০ টাকা ছিল৷ এখন তা বেড়ে হয়েয়ে ১৪০ টাকা৷

রেল বোর্ডের নয়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এতদিন রেলের নন-ভেজ খাবারে ডিম দেওয়া হত৷ দেওয়া হত চিকেন৷ এই নন-ভেজ মিলের দাম ছিল ৫৫ টাকার কাছাকাছি৷ এখন সেই নন-ভেজ মিল হিসেবে ডিমের পাশাপাশি চিকেন কারি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ এগ মিলের দাম বাড়িয়ে করা হয়েছে ৯০ টাকা৷ চিকেন মিলের দাম রাখা হয়েছে ১৩০ টাকা৷ আগামী মার্চ থেকে নয়া এই হার কার্যকর হবে৷ ফলে, রেলের এই সিদ্ধান্ত চূড়ান্ত সমস্যায় পড়তে চলেছে দেশের কয়েক লক্ষ যাত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *