শিয়ালদহ-দিল্লি দুরন্তের যাত্রাপথ বাড়ানোর ঘোষণা রেলমন্ত্রীর

নয়াদিল্ল: রেল যাত্রীদের জন্য সুখবর৷ গতিপথ বাড়তে চলেছে শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেসের৷ এবার দুরন্তয় বসে সরাসরি চলে যাওয়া যাবে বিকানির পর্যন্ত৷ সংসদে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘১২২৫৯ ও ১২২৬০ শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেসের রুট সম্প্রসারিত হচ্ছে৷ এই শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেস পৌঁছবে বিকানি পর্যন্ত৷ তবে কবে থেকে নয়া এই সম্প্রসারিত রুটে দুরন্ত এক্সপ্রেস ছুটবে, তা অবশ্য নির্দিষ্ট করেননি

3 stocks recomended

শিয়ালদহ-দিল্লি দুরন্তের যাত্রাপথ বাড়ানোর ঘোষণা রেলমন্ত্রীর

নয়াদিল্ল: রেল যাত্রীদের জন্য সুখবর৷ গতিপথ বাড়তে চলেছে শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেসের৷ এবার দুরন্তয় বসে সরাসরি চলে যাওয়া যাবে বিকানির পর্যন্ত৷

সংসদে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘১২২৫৯ ও ১২২৬০ শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেসের রুট সম্প্রসারিত হচ্ছে৷ এই শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেস পৌঁছবে বিকানি পর্যন্ত৷ তবে কবে থেকে নয়া এই সম্প্রসারিত রুটে দুরন্ত এক্সপ্রেস ছুটবে, তা অবশ্য নির্দিষ্ট করেননি মন্ত্রী৷

জানিয়েছেন, সীমান্তে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ছ’ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন চালানো হবে৷ ৩ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালবে৷ ছ’জোড়া মেল ও এক্সপ্রেস, দু’জোড়া প্যাসেঞ্জার ট্রেনের রুট আরও বড় করা হবে৷ চলতি মাস থেকেই এই প্রক্রিয়া চলবে৷ সবকিছু ঠিকঠাক থাকলে সম্প্রসারিত রুটে যাত্রা করতে পারে দুরন্ত এক্সপ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *