ভারতীয় রেলের বেসরকারিকরণের বিতর্কে জল ঢাললেন রেলমন্ত্রী

নয়াদিল্লি: রেলের বেসরকারিকরণের জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সর্বভারতীয় সংবাদম্যামকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রেলের বেসরকারিকরণের কোনও সম্ভবনা আপাতত নেই৷ ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকবে৷ ভবিষ্যতেও থাকবে৷ তবে রেল বাঁচাতে বিনিয়োগ প্রয়োজন৷ স্টকহোলমে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘যদি বিষয়টি হয় রেলের বেসরকারিকরণের নীতি, ভারতী রেল কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি: রেলের বেসরকারিকরণের জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সর্বভারতীয় সংবাদম্যামকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রেলের বেসরকারিকরণের কোনও সম্ভবনা আপাতত নেই৷ ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকবে৷ ভবিষ্যতেও থাকবে৷ তবে রেল বাঁচাতে বিনিয়োগ প্রয়োজন৷

স্টকহোলমে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘যদি বিষয়টি হয় রেলের বেসরকারিকরণের নীতি, ভারতী রেল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা হিসেবে থাকবে৷ ভারতীয় রেলে কখনও বেসরকারিকরণ করা হবে না৷ কারণ ভারতীয় রেল দেশের বৃহত্তম পরিবহন সংস্থা হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে৷ কিন্তু আমি বিশ্বাস করি, ভারতীয় রেলে বিপুল পরিমাণ প্রয়োজন রয়েছে৷ আমরা একাধিক প্রজেক্ট হাতে নিয়েছি৷ সেই সমস্ত প্রজেক্ট বাস্তবায়িত করতে আমাদের প্রচুর পরিমাণ বিনিয়োগ ও টাকার প্রয়োজন৷ আর সেই কারনে আমরা পাবলিক প্রাইভেট ফান্ডের জন্য চিন্তাভাবনা শুরু করেছি৷’’

ইতিমধ্যেই ভারতীয় রেলে বেসরকারিকরণের বিষয়টি নিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ ভারতীয় রেল দু’জোড়া ট্রেন আইআরসিটিসি’র হাতে ছেড়ে দিয়েছে৷ এছাড়া ১৫০টির বেশি স্টেশন বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব ন্যস্ত করেছে রেলমন্ত্রক৷ এই নিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়ে বিতর্ক৷ এবার সেই বিতর্কে জল ঢেলে রেলমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত বেসরকারিকরণ হচ্ছে না ভারতীয় রেলের৷ কিন্তু, ভারতীয় রেলকে বাঁচাতে টাকার প্রয়োজন৷ আর সেই কারণে বেসরকারি লগ্নির খোঁজ শুরু করেছে রেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + two =