নয়াদিল্লি: লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের চিঠি পেয়ে সিদ্ধান্ত বদল করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ চলন্ত ট্রেনে হেড অ্যান্ড ফুট মাসাজ চালু করার সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এল ভারতীয় রেল৷
সরকারি সূত্রের খবর, শুক্রবার লোকসভার প্রাক্তন অধ্যক্ষ চিঠি লিখে রেলমন্ত্রীকে৷ রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি৷ রেলের এই সিদ্ধান্তে মহিলা যাত্রীরা নিজেদের অসুরক্ষিত মনে করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ প্রাক্তন স্পিকারের চিঠি পেয়ে আগের সিদ্ধান্ত থেকে পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়৷
৩৯টি ট্রেনের যাত্রীদের হেড অ্যান্ড ফুট মাসাজ দিতে উদ্যোগী হয় পশ্চিম রেলের রতলাম ডিভিশন৷ এনআইএনএফআরআইএস প্রকল্পে তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ যাত্রীভাড়া না বাড়িয়ে নতুন বিকল্প পথে রেলের রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা করা হয়৷ যাত্রীপিছু ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত প্যাকেজে শুধুমাত্র পুরুষ যাত্রীদের হেড অ্যান্ড ফুট মাসাজ চালু সিদ্ধান্ত নেয় রেল৷