নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ তবে, আলোচনা চললেও রেল ও বিমান পরিষেবা নতুন করে চালু করার বিষয়ে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
সূত্রের খবর, কবে থেকে রেল ও উড়ান পরিষেবা চালু করা হবে, তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ আলোচনা হয়নি৷ তবে, তা চালু হতে বেশ খানিকটা সময় লাগে যেতে পারে৷ ৩ মে পেরিয়ে যেতে পারে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ জানা গিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে শনিবারের বৈঠকে হাজির ছিলেন বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, অসামরিক পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী- সহ অন্যান্যরা৷ আগামী ১৫ মে থেকে উড়ান পরিষেবা চালু করা যেতে পারে, এরকম চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে পাঠানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদসূত্রে খবর৷
একটি টুইট বার্তায় বিমান মন্ত্রী জানান, ‘ঘরোয়া বা আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷’ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী দাবি করেন, দেশে খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের কোন অভাব নেই৷ বৈঠকের পর রাজনাথ সিং টুইট বার্তায় বলেন, ‘মানুষ যে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন, তা মেটানোর বিষয়ে আলোচনা করা হয়েছে৷’ কেন্দ্রীয় মন্ত্রীদের এই বৈঠকের পরে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার আশায় বুক বাঁধছেন৷ এখন এটাই দেখার, রেল ও উড়ান পরিষেবা কবে থেকে শুরু হয়৷