সংসদে বাজেট অধিবেশনে পেশ হতে পারে রাফাল রিপোর্ট: সূত্র

নয়াদিল্লি: বাজেট অধিবেশনেই সংসদে রাফাল নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করতে চলেছে সরকার৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এই সংবাদ পাওয়া গিয়েছে৷ বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে, রাফাল নিয়ে সব সত্য সামনে আনতে চায় তারা৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী বৃহস্পতিবার সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন৷ প্রথমদিন সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

3 stocks recomended

সংসদে বাজেট অধিবেশনে পেশ হতে পারে রাফাল রিপোর্ট: সূত্র

নয়াদিল্লি: বাজেট অধিবেশনেই সংসদে রাফাল নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করতে চলেছে সরকার৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এই সংবাদ পাওয়া গিয়েছে৷ বিজেপি সূত্র থেকে জানা গিয়েছে, রাফাল নিয়ে সব সত্য সামনে আনতে চায় তারা৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আগামী বৃহস্পতিবার সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন৷ প্রথমদিন সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ পরের দিন, শুক্রবার লোকসভায় অন্তবর্তী বাজেট পেশ করা হবে৷ তার পর বাজেট অধিবেশনেই রাফাল নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করা হবে৷ দীর্ঘদিন ধরেই ওই রিপোর্ট সামনে আনার দাবিতে সরব হয়েছে কংগ্রেস৷ এর ফলে সেই রিপোর্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানারকম ধারণা তৈরি হচ্ছে৷

বিজেপি সূত্রে বলা হয়েছে, লোকসভা ভোটের আগে রাফাল ইস্যুতে কংগ্রেসের অভিযোগ যাতে মানুষ বিশ্বাস না করে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ রাফাল নিয়ে বিজেপি কোনও দুর্নীতি করেনি, তা তুলে ধরতেই এই সিদ্ধান্ত বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে৷

সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, এর আগে ভোটের বছরে দু’মাসের অন্তবর্তী বাজেট পেশ করার রীতি ছিল৷ এবার মোদী সরকার তা বদল করছে৷ এবার ২ মাসের বদলে ৪ মাসের অন্তবর্তী বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল৷ সামনে লোকসভা নির্বাচন৷ তার আগে এই বাজেটে মোদী সরকারের তরফে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

সূত্রের খবর, চাকরিজীবী ও কৃষকদের জন্য সুখবর দিতে পারে কেন্দ্র৷ বাড়তে পারে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা৷ এরই মধ্যে কৃষকদের জন্য ৬,৬৮০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ এই প্যাকেজে উপকৃত হচ্ছেন অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকের কৃষকরা৷

লোকসভা ও রাজ্যসভার বেশ কয়েকটি অধিবেশন বিরোধী ও সরকার পক্ষের সদস্যদের গোলমালের জেরে পণ্ড হয়েছে৷ যার ফলে বাজেট অধিবেশন যাতে পণ্ড না হয়, সেদিকে খেয়াল রাখছে সরকার৷ বুধবার বিকেলে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন৷ বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডুও সংসদকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সর্বদলীয় বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =