নয়াদিল্লি: জালিয়াতি রুখতে এবার এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে দিল্লির স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি৷ এই কমিটির প্রস্তাব দিয়েছে, এটিএম থেকে টাকা তোলার মধ্যে অন্তত ৬ থেকে ১২ ঘণ্টার ব্যবধান রাখতে হবে৷
জানা গিয়েছে, গত সপ্তাহে সরকারি ও বেসরকারি ১৮টি ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি একটি বৈঠকে বসে৷ ওই বৈঠকে এটিএম জালিয়াতি নিয়ে আলোচনা হয়৷ এই নির্দেশ কার্যকর হলে এবার একটি এটিএম কার্ড থেকে একবার টাকা তোলার পর অন্তত ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার একই এটিএম কার্ড থেকে টাকা তোলা যাবে না৷
পরিসংখ্যান বলছে, ২০১৮-১৯ অর্থবছরে শুধুমাত্র দিল্লিতে এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছে ১৮০টি৷ পশ্চিমবঙ্গেও লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা৷ ব্যাংক জালিয়াতি মাথাব্যথার কারণ হয়েছে কার্ড নকল করে প্রতারণা৷ আর এই প্রতারণা রুখতেই এবার ৬ থেকে ১২ ঘণ্টার ব্যবধানে টাকা তোলার ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে ওই কমিটি৷
তবে, গোটা বিষয়টি প্রস্তাব আকারে থাকলেও এখনও তা কার্যকর করা হয়নি৷ জানা গিয়েছে, এটিএম থেকে টাকা তোলার মধ্যে একটা সময়ের ব্যবধান বজায় রাখতে পারলে এই ধরনের সমস্যা অনেকটাই আটকানো যাবে বলে মনে করছে ওই কমিটি৷ বৈঠকে এটিএম ব্যবস্থা আরও জোরদার করতে এই ব্যবস্থাকে কার্যকর করা যায় কি না এই নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ বিষয়টি আরবিআইয়ের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর৷