LIC-তে টাকা রেখেছেন? রাতের ঘুম উড়িয়ে সংস্থা বিক্রির ঘোষণা কেন্দ্রের!

LIC-তে টাকা রেখেছেন? রাতের ঘুম উড়িয়ে সংস্থা বিক্রির ঘোষণা কেন্দ্রের!

imagesmissing

নয়াদিল্লি: সংসদে পেশ হল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট৷ মোদি সরকারে দ্বিতীয় দফার সরকারের প্রথম পুর্নাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ প্রতি বছরের মতো এ বছরেও আসন্ন বাজেট নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয় বিপুল প্রত্যাশা৷ সেই প্রত্যাশায় কার্যত জল ঢেলে এবার এলআইসি ও আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা অর্থমন্ত্রীর৷ পাল্টা প্রতিবাদ জানিয়েছেন শহর কলকাতার বিমা কর্ম সংগঠনের৷ 

আজ বাজেট পেশ করে বিলগ্নিকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রীর দাবি, শেয়ারবাজার দেশের অর্থনীতিকে নতুন মাত্রা দিয়েছে৷ পঞ্চদশ অর্থ কমিশন রিপোর্ট জমা দিয়েছে৷ সেখানে রাজ্যগুলির মতামত দিয়ে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এলআইসি ও আইডিবিআই ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব বাজেটে৷ অংশীদারিত্ব বিক্র করে নমিল বৃদ্ধি ২২.৬ লক্ষ কোটি টাকা আয় হবে৷ কারণ, আশানরূপ আয় না হওয়ায়  এই সিদ্ধান্ত৷ এর আগেও এলআইসির বেশ কিছু শেয়ার বিক্রি করে কেন্দ্র৷

এই মুহূর্তে LIC-র মোট তহবিল রয়েছে ৩১ লক্ষ ১১ হাজার কোটি টাকা৷ মোট পলিসি গ্রাহক রয়েছেন ২৯ কোটি৷ পলিসি গ্রাহকের সংখ্যার ভিত্তিতে বিশ্বের এক নম্বর বীমা সংস্থার শেয়ার বিক্রি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷  এই মুহূর্তে LIC-র কর্ম সংখ্যা ১ লক্ষ ১২ হাজার৷ এজেন্ট আছেন ১১ লক্ষ ৭৯ হাজার৷ গতবছর এই সংস্থার লাভের পরিমাণ অন্তত ২৩ হাজার ৬৫৬ কোটি টাকা৷ শেষ ৫ মাসে পলিসি বিক্রি হয়েছে ৬৭ লক্ষ ৮৬ হাজার ২১০টি৷ এই মুহূর্তে LIC-র মালিকানা রয়েছে কেন্দ্রীয় সরকার ও পলিসি হোল্ডারদের হাতে৷ এবার বাজারে আসবে LIC-র শেয়ার৷

LIC-র ১৯৫৬-র ৩৭ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি পলিসিতে রশিদ অনুযায়ী সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া গ্যারান্টি সককারের৷ শেয়ার বিক্রি হলে তার দায় আর থাকবে না সরকারের৷ LIC বছরে যা লাভ করে, তার ৫ শতাংশ সরকার দেশের উন্নয়নের জন্য খরচ করে থাকে৷ বাকি ৯৫ শতাংশ টাকা পলিসি হোল্ডারদের বোনাসের মাধ্যমে দেওয়া হ.য়৷ পয়লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে থেকে ৬৩ বছর ধরে ধরে সুনামের সঙ্গে ব্যবসা করলেও এবার বিক্রির পথে লাভজন এই সংস্থা৷ 

জানা গিয়েছে,  LIC-র ৭৪ শতাংশ টাকা সরকারি বন্ড বা সিকিউরিটিতে নিরাপদ খাতে বিনিয়োগে হয়ে থাকে৷ বাকি ২৬ শতাংশ টাকা রাজ্য সরকারকে ও শেয়ারে বিনিয়োগ করা হয়৷ LIC-র গত বছর আইডিবিআইয়ের ৫১ শতাংশ শেয়ার কিনেছে৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ারও রয়েছে LIC-র৷ দুটি লোকসানে চলা ব্যাংকের শেয়ার কিনে বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে LIC৷ এবার শেয়ার বিক্রির বাজেট প্রস্তাবে LIC-র ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন কয়েক কোটি গ্রাহক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *