মাত্র ২০০ টাকায় বিশুদ্ধ অক্সিজেন পার্লার এবার বাংলায়

কলকাতা: দূষণে জর্জরিত গোটা দেশ৷ সবথেকে দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে নাম লিখে ফেলেছে শহর কলকাতা৷ আর এই দূষণকে সামনে রেখে রমরমা ব্যবসা শুরু করেছেন ব্যবসায়ীরা৷ দিল্লিতে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করার ব্যবসা ফেঁদে বসেছে চিনা সংস্থা৷ এবার চিনা সংস্থার দেখানো পথে শহরতলিতে অক্সিজেন বিক্রির জন্য খোলা হল পার্লার৷ মাত্র ২০০ টাকায় এক ঘণ্টার জন্য পাওয়া

3 stocks recomended

মাত্র ২০০ টাকায় বিশুদ্ধ অক্সিজেন পার্লার এবার বাংলায়

কলকাতা: দূষণে জর্জরিত গোটা দেশ৷ সবথেকে দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে নাম লিখে ফেলেছে শহর কলকাতা৷ আর এই দূষণকে সামনে রেখে রমরমা ব্যবসা শুরু করেছেন ব্যবসায়ীরা৷ দিল্লিতে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করার ব্যবসা ফেঁদে বসেছে চিনা সংস্থা৷ এবার চিনা সংস্থার দেখানো পথে শহরতলিতে অক্সিজেন বিক্রির জন্য খোলা হল পার্লার৷ মাত্র ২০০ টাকায় এক ঘণ্টার জন্য পাওয়া যাবে বিশুদ্ধ অক্সিজেন৷

অভিনব এই পার্লারের গড়ে উঠেছে সোদপুরের অমরাবতীতে৷ সেনগুপ্ত ব্রাদার্সের তৈরি নয়া পার্লারে অক্সিজেনের সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ঘণ্টায় ২০০ টাকার বিনিময়ে মিলবে অক্সিজেন৷ রাতে হোক কিংবা দিনে, বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলে এক ফোনেই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে৷ পার্লারের জন্য নির্ধারিত একটি ঘর শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে৷

ঘরের চার দেওয়ালজুড়ে থাকছে সবুজ গাছপালা, নদী-নালা প্রভৃতির ছবি৷ পার্লারে ঢুকলেই মনে হবে কোনও এক গ্রাম্য পরিবেশে প্রবেশ করা হয়েছে৷ ঘরের মধ্যে আপাতত রাখা হয়েছে বেডে৷ শুয়ে বা বসে পাইপের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার বন্দোবস্ত করা হয়েছে৷ একই সঙ্গে রয়েছে বিলাসবহুল আয়োজন৷

রক্তচাপ মাপার পর শরীরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হবে৷ পুরোপুরিভাবে গ্রাম্য পরিবেশের নির্মিত এই পাল্লার গ্রাহকদের কথা মাথায় রেখে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকছে এই পার্লার৷ পার্লারে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন শহরতলীর বাসিন্দারাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twelve =