ফসল বিমায় কত কোটির মুনাফা লুটছে বেসরকারি সংস্থা?

নয়াদিল্লি: কৃষকের ফসল বিমার ফায়দা মিলুক না মিলুক এতে বিপুল মুনাফা তুলেছে বেসরকারি বিমা কোম্পানি। ভারতের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইআরডিআই) রিপোর্টে ফসল বিমায় বেসরকারি বিমা কোম্পানির মুনাফার তথ্য মিলেছে। এদিকে বেসরকারি বিমা সংস্থা বিপুল মুনাফা তুললেও লোকসান করেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। রিপোর্টে পাওয়া তথ্যে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা সরকার ও কৃষকদের থেকে

imagesmissing

ফসল বিমায় কত কোটির মুনাফা লুটছে বেসরকারি সংস্থা?

নয়াদিল্লি: কৃষকের ফসল বিমার ফায়দা মিলুক না মিলুক এতে বিপুল মুনাফা তুলেছে বেসরকারি বিমা কোম্পানি। ভারতের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইআরডিআই) রিপোর্টে ফসল বিমায় বেসরকারি বিমা কোম্পানির মুনাফার তথ্য মিলেছে। এদিকে বেসরকারি বিমা সংস্থা বিপুল মুনাফা তুললেও লোকসান করেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা।

রিপোর্টে পাওয়া তথ্যে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা সরকার ও কৃষকদের থেকে যে প্রিমিয়াম আদায় করে তার থেকে বেশি টাকাই কৃষকদের বিমার ক্ষতিপূরণে খরচ হয়ে যায়। অন্যদিকে বেসরকারি সংস্থা সরকার ও কৃষকদের থেকে যে প্রিমিয়াম তোলে তার ৫০শতাংশও তারা ফসল বিমার ক্ষতিপূরণে খরচ করে না। একই সঙ্গে বেসরকারি সংস্থায় বিমার টাকা আদায়ে প্রচুর হয়রানিতে বিমার ক্ষতিপূরণের দাবির হারও কম।

বেসরকারি বিমা সংস্থার কারবারের এই মডেলে মুনাফা নিশ্চিত করেছে। যে মডেল অনুসরণ করা সরকারি সংস্থার পক্ষে সম্ভব নয়। বেসরকারি বিমা সংস্থার ফসল বিমায় রমরমিয়ে কারবার বাড়ালেও কৃষকরা ফসলের লোকসানে জেরবার হয়ে যে তিমিরে সেই তিমিরেই। কার্যত সরকারের কোষাগার থেকে বরাদ্দ বিমার অর্থে আসলে মুনাফা তুলছে বেসরকারি বিমা সংস্থাই। আইআরডিআই রিপোর্টে বিমায় এই মুনাফার কারবার স্পষ্ট হয়েছে। যেখানে কৃষকের খাতায় জমা শূন্য বলা যায়।

এদিকে যেসব বেসরকারি বিমা সংস্থা ফসল বিমায় বর্তমান আর্থিক বছরে এই মুনাফা তুলেছে তার মধ্যে রয়েছে আইসিআইসিআই লোমবার্ট। তার মুনাফা ১হাজার কোটি টাকা, প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ২হাজার ৩৭১ কোটি টাকা, ক্ষতিপূরণ দিয়েছে ১হাজার ৩৬২ কোটি টাকা। রিলায়েন্সের মুনাফা ৭০৬ কোটি টাকা, প্রিমিয়াম সংগ্রহ ১হাজার ১৮১ কোটি টাকা, ক্ষতিপূরণ দিয়েছে ৪৭৫কোটি টাকা। বাজাজ অ্যালায়েন্স মুনাফা ৬৮৭ কোটি টাকা, প্রিমিয়াম সংগ্রহ ১হাজার ৮৩৫ কোটি টাকা, ক্ষতিপূরণ দিয়েছে ১হাজার ১৪১ কোটি টাকা। এইচডিএফসি মুনাফা করেছে ৪৩৯ কোটি টাকা, প্রিমিয়াম সংগ্রহ ২হাজার ১৯৬ কোটি টাকা, ক্ষতিপূরণ দিয়েছে ১হাজার ৭৮৪ কোটি টাকা। পাঁচটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার মধ্যে একমাত্র নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে এই বিমা প্রকল্পে মুনাফা হয়েছে। তার মুনাফা হলো ৫০০ কোটি টাকা। বাকি চার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাতেই এই বিমা প্রকল্পে লোকসান গুনতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *