দীপাবলির আগে NPS সঞ্চয়ে বড় ছাড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: দীপাবলি উৎসবের আগে স্বল্প সঞ্চয় প্রকল্প এনপিএসে বড় ছাড় ঘোষণা কেন্দ্রের৷ আজ সকালে বিভিন্ন সংবাদপত্রে ঢালাও বিজ্ঞাপন দিয়ে তিনটি ছাড়ের ঘোষণা করা হয়েছে৷ জানানো হয়েছে, এনপিএসে এখন থেকে তিন ধরনের ছাড় মিলবে৷ বিনিয়োগের সমস্ত সঞ্চয়ের উপর আয়কর ছাড় পাওয়া যাবে৷ সঞ্চিত অর্থে পাওয়া যাবে আয়কর ছাড়৷ ম্যাচিউরিটির সময় আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে৷ এনপিএস

3 stocks recomended

দীপাবলির আগে NPS সঞ্চয়ে বড় ছাড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: দীপাবলি উৎসবের আগে স্বল্প সঞ্চয় প্রকল্প এনপিএসে বড় ছাড় ঘোষণা কেন্দ্রের৷ আজ সকালে বিভিন্ন সংবাদপত্রে ঢালাও বিজ্ঞাপন দিয়ে তিনটি ছাড়ের ঘোষণা করা হয়েছে৷

জানানো হয়েছে, এনপিএসে এখন থেকে তিন ধরনের ছাড় মিলবে৷ বিনিয়োগের সমস্ত সঞ্চয়ের উপর আয়কর ছাড় পাওয়া যাবে৷ সঞ্চিত অর্থে পাওয়া যাবে আয়কর ছাড়৷ ম্যাচিউরিটির সময় আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে৷

এনপিএস কেন? নিম্ন ব্যয়ে উৎপাদিত পণ্য৷ ব্যক্তি, কর্মচারী এবং নিয়োগকারীর জন্য করের সুবিধা৷ আকর্ষণীয় মার্কেট রিটার্ন৷ সহজে বহন ক্ষমতা৷ অভিজ্ঞ পেনশন ফান্ড কর্তৃক পেশাগতভাবে ব্যবস্থাপনা৷ পিএফআরডিএ সংসদীয় আইন কর্তৃক এই ব্যবস্থা করা হয়েছে৷ ন্যূনতম ৫০০ টাকা দিয়ে এই এনপিএস খোলা যায়৷

দীপাবলির আগে NPS সঞ্চয়ে বড় ছাড় ঘোষণা কেন্দ্রের

কারা যোগ দিতে পারেন এই প্রকল্পে?
আপনিও যোগদান করতে পারেন৷ যদি আপনার নিম্নলিখিতদের কোনও একজন হন৷ প্রথমত ভারতীয় নাগরিক, আবাসিক অথবা অনাবাসী হলে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে৷ বেতনভোগী অথবা স্বনির্ভর ব্যক্তিরাও এই প্রকল্পে যোগ দিতে পারবেন৷

কর সুবিধা ও এনপিএস
আইকন আইন ১৯৬১-এর ৮০সিসিই ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা সঞ্চয় অতিরিক্ত ছাড় ও দেড় লক্ষের সর্বোচ্চ সীমা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়৷ বিভিন্ন সময়ে সংশোধিত ও বানাসে অতিরিক্ত কর সাড়ে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়৷ কার্যকরীভাবে আপনি এনপিএসের বিনিয়োগ করে দু’টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারেন৷ অবসরকালীন ম্যাচুরিটিতে বার্ষিক ক্রয় এবং এককালীন টাকা উত্তোলনের ছাড় উপভোগ করা যেতে পারে৷ আরও জানতে এনপিএস বা আপনার নিকটবর্তী পিওপি-এসপিতে এনপিএসের টোল ফ্রি নম্বর ১৮০০১১০৭০৮ নম্বরে ফোন করতে পারেন৷ অথবা ওয়েবসাইটে নজর রাখতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =