PPF, MIS, NSC-র সুদ কমাল কেন্দ্র, সোমবার থেকে কার্যকর

নয়াদিল্লি: স্বল্প সঞ্চয়ে সুদের হার কমতে চলেছে, সেই ইঙ্গিত আগেই জানিয়েছিল আজ বিকেল ডট কম৷ এবার সরকারি ভাবে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের উপর সুদের হার কমানোর বিজ্ঞপ্তি দিল কেন্দ্রের মোদি সরকার৷ PPF, MIS, NSC প্রকল্পে ০.১০ শতাংশ হারে সুদ কমানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সোমবার থেকে কার্যকর হবে নয়া সুদের হার৷ জুলাই মাস থেকে আগামী তিন

3 stocks recomended

PPF, MIS, NSC-র সুদ কমাল কেন্দ্র, সোমবার থেকে কার্যকর

নয়াদিল্লি: স্বল্প সঞ্চয়ে সুদের হার কমতে চলেছে, সেই ইঙ্গিত আগেই জানিয়েছিল আজ বিকেল ডট কম৷ এবার সরকারি ভাবে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের উপর সুদের হার কমানোর বিজ্ঞপ্তি দিল কেন্দ্রের মোদি সরকার৷ PPF, MIS, NSC প্রকল্পে ০.১০ শতাংশ হারে সুদ কমানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সোমবার থেকে কার্যকর হবে নয়া সুদের হার৷ জুলাই মাস থেকে আগামী তিন মাসের জন্য এই সুদের হার কার্যকর থাকবে৷

সেভিংস ডিপোজিট ছাড়া সব প্রকল্পের ক্ষেত্রেই ১০ বেসিস পয়েন্ট সুদ কমছে৷ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও পিপিএফে সুদের হার কমে দাঁড়াল ৭.৯ শতাংশে৷ কিষাণ বিকাশপত্র ও এমআইএসে সুদের হার সোমবার থেকে নির্ধারণ হতে চলেছে ৭.৬ শতাংশ৷ প্রবীণ নাগরিকদের স্কিমে সুদ কমে দাঁড়িয়েছে ৮.৬ শতাংশ৷ পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে ক্ষেত্রেও কমেছে সুদ৷ সোমবার থেকে রেকারিং ডিপোজিটের সুদের হার হবে ৭.২ শতাংশ৷ পাঁচ বছরের টার্ম ডিপোজিটে ৭.৭ শতাংশ ও সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ৮.৪ শতাংশ সুদ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, তিন মাস অন্তর সুদের হার ঘোষণা হবে৷ সেই মতোই জুলাই মাস থেকে তিন মাসের জন্য ফের সুদ ঘোষণা করল কেন্দ্র৷ দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে পরপর সাতবার স্বল্প সঞ্চয়ে সুদ কমানোর ছাড়পত্র দিলেন নরেন্দ্র মোদি৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী ফের সুদ কমানোর পথে হাঁটায় বিপাকে কোটি কোটি সাধারণ মানুষ৷

বিশেষজ্ঞরা বলছেন, পিপিএফ, এনএসসি বা কিষাণ বিকাশপত্রের মতো স্বল্প সঞ্চয়গুলিতে যদি সুদ বাড়ানো থাকে, প্রতিযোগিতায় তাহলে পিছিয়ে পড়বে ব্যাংক৷ তাই ব্যাংকের জমা টাকার উপর সুদের হার কমানোর রাস্তা করে দিতেই কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয়ে সুদ কমিয়েছে, বলছেন বিশেষজ্ঞরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =