পোস্ট অফিসে টাকা রাখেন? রাতারাতি বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ

পোস্ট অফিসে টাকা রাখেন? রাতারাতি বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ

কলকাতা: রান্নার গ্যাসের ভর্তুকি কিংবা বিভিন্ন প্রকল্পে সরকারের আর্থিক সাহায্যের সুবিধা এবার  ব্যাঙ্কের পাশাপাশি মিলবে ডাকঘরে৷ দেশের ডাক পরিকাঠামো কাজে লাগিয়ে গ্রাহকদের সুরাহা দিতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আর সেই কারণে এবার থেকে ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক৷ স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রেও অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে৷ ইতিমধ্যেই সমস্ত ডাকঘরের নির্দেশিকা পাঠিয়েছে দিল্লি৷

এখন থেকে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলা জন্য গ্রাহকদের একটি ফর্ম পূরণ করতে দেওয়া হবে৷ সেই ফর্মে আধার নম্বর লেখার নির্দিষ্ট জায়গা থাকছে৷ যদিও আধার-সংযোগ বিতর্কের পর ওই কলাম পূরণে এতদিন কড়াকড়ি করেনি ডাক বিভাগ৷ এবার সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে সব থেকে বেশি৷ ওই ফর্মে উল্লেখ রয়েছে, আধার নম্বর না থাকলে, তার পরিবর্তে গ্রাহকের পরিচয় ও ঠিকানার প্রমাণের নথি জমা করতে হয়৷ সঙ্গে দিতে হবে প্যান কার্ড৷

গত ১১ আগস্টের একটি নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রাহকদের শুধু আধার নম্বর সংযোগে নতুন ফর্ম পূরণ করতে হবে৷ সেই ফর্মটি কেমন হবে, তার একটি আদল ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে৷ ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলেও ওই ফর্ম পূরণ করতে হবে৷ এছাড়াও পিপিএফ বা মান্থলি ইনকাম স্কিম, ন্যাশনাল সেভিংস স্কিম থেকে রেকারিং ডিপোজিট, ফিক্সড বা টার্ম ডিপোজিট থেকে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প বা কিষাণ বিকাশপত্র কেনার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হয়েছে আধার-সহ ফর্ম পূরণ করার করা৷

কিন্তু প্রশ্ন হল, কেন নতুন করে গ্রাহকের আধার নম্বর নেওয়ার উদ্যোগ শুরু হল? জানা গিয়েছে, রান্নার গ্যাসের ভর্তুকি থেকে শুরু করে সাধারণ মানুষ সরকারি প্রকল্পগুলির যাতে ঠিকঠাক পান, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *