বছরে মিলবে সুদ ৭.৫ শতাংশ সুদ, এই প্রকল্পে বিনিয়োগ করলেই টাকা ডবল!

কলকাতা: লোকসভা ভোটের মধ্যে অস্থির হয়ে উঠেছে শেয়ার বাজার। নিশ্চিত রিটার্ন মিলবে এমন স্কিমগুলিতে বাড়ছে লগ্নির প্রবণতা। পোস্ট অফিসে রয়েছে এমন একটি প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে…

কলকাতা: লোকসভা ভোটের মধ্যে অস্থির হয়ে উঠেছে শেয়ার বাজার। নিশ্চিত রিটার্ন মিলবে এমন স্কিমগুলিতে বাড়ছে লগ্নির প্রবণতা। পোস্ট অফিসে রয়েছে এমন একটি প্রকল্প, যেখানে বিনিয়োগ করলে অল্পদিনেই দ্বিগুণ হবে টাকা। জানেন কী সেই প্রকল্প?

 

নিশ্চিত রিটার্ন পেতে পোস্ট অফিসের প্রকল্প কিষাণ বিকাশ পত্র বা কেভিপি-তে বিনিয়োগ করতে পারেন। এতে টাকা দ্বিগুণ করে নেওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের কাছে। তবে এর জন্য ১১৫ মাসের জন্য লগ্নি করতে হবে৷ অর্থাৎ ৯ বছর ৭ মাসের মেয়াদে৷

 

কেভিপিতে বছরে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। যে কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি এই প্রকল্পে একক বা যৌথ ভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া ১০ বছরের শিশুর নামেও কিষাণ বিকাশ পত্র কেনা যায়।

তবে কোনও অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মা-বাবা এই প্রকল্পের জন্য অ্য়াকাউন্ট খুলতে চাইলেও পারবেন৷ অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ড, বয়সের প্রমাণপত্র ও পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *