ব্যবসায়িক স্বার্থে শ্রম আইন বদল করা হবে, ফের ‘আত্মনির্ভর’ বার্তা নমোর

ব্যবসায়িক স্বার্থে শ্রম আইন বদল করা হবে, ফের ‘আত্মনির্ভর’ বার্তা নমোর

3 stocks recomended

নয়াদিল্লি: বণিকসভার বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বণিকসভা সিআইআইয়ের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের স্বার্থে মোদি সরকার ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে তার ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেন প্রধানমন্ত্রী৷আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবসায়ীদের পাশে থেকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্যবসায়ীরা সফল হলে সরকার সফল হবে৷ সরকার সফল হলে দেশের বাণিজ্যিক ভিত্তিত উন্নত হবে৷ ব্যবসায়ীদের স্বার্থে দেশের শ্রম আইন বদল করা হবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷

আজ প্রধানমন্ত্রী জানান, করোনা আবহে অনলাইনে আলোচনায় ভবিষ্যৎ হয়ে উঠেছে৷ করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের৷ অর্থনীতির ভিত্তি আরও মজবুত করতে হবে৷ দেশের প্রতিভা, একাগ্রতায় আত্মবিশ্বাস জেগে উঠেছে৷ দেশের আর্থিক বৃদ্ধি জন্য সঠিক দিশায় ফেরাতে হবে৷ ভারত সরকারের প্রধান লক্ষ্য এটা৷ সেই লক্ষ্য পূরণে কেন্দ্র সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি৷

দেশে আনলক ওয়ান প্রকাশ করা হয়েছে৷ ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে স্বাভাবিক করার চেষ্টা শুরু করা হয়েছে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ করোনা রুখতে সরকার একের পর এক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে চলেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ কেন্দ্রের গরিব কল্যাণ যোজনায় ৭৪ কোটি মানুষ সুবিধা পেয়েছেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আত্মনির্ভর ভারত নির্মাণ করে অন্য দেশের উপর নির্ভরতা কমানোর  চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন নমো৷ আর সেই কারণে প্রতিরক্ষা সরঞ্জাম দেশের অভ্যন্তরে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী৷ যদিও আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিয়েছিলেন, আত্মনির্ভর ভারত নির্মাণের লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণায় বেসরকারি বিনিয়োগ করা যাবে৷ আজ সেই বার্তা ব্যবসায়ীদের আরও একবার মনে করিয়ে দেন নামো৷

প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমাদের সরকার হঠাৎ করে সংস্কার করেনি৷ আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা করেই সংস্কারের পথে এগিয়ে চলেছি৷ স্বাধীনতার পর থেকে কৃষকদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু এখন কৃষকরা তাঁদের অধিকার ফিরে পেয়েছেন৷ তাঁদের আয় দ্বিগুণ হয়ে গিয়েছে বলেও আশার বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী৷ শিল্পপতিদের মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত সরকার বিনিয়োগকারীদের সুবিধা দিতে ইতিমধ্যেই কয়লা উত্তোলনের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের ছাড়পত্র দিয়েছে৷ ব্যবসায়ীরা কয়লা উত্তোলনের বিষয়ে তাঁদের বিনিয়োগ করতে পারেন বলেও আমন্ত্রণ জানিয়েছেন মোদি৷ একইসঙ্গে জানিয়েছেন, দেশের চিকিৎসাব্যবস্থা পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশের অভ্যন্তরেই উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে৷ দেশে প্রায় ৩ লক্ষ পিপি তৈরি করার পরিকাঠামো তৈরি হয়েছে৷ আর সেই কারণে বণিকসভাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

দেশের সমস্ত ক্ষেত্রে ব্যবসায়ীদের বিনিয়োগের দরজা খুলে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷ তাতে যুবক-যুবতীদের জন্য কাজের সুযোগ বাড়বে বলেও মনে করছেন নামো৷ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সংজ্ঞা বদল করে ব্যবসায়ীদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ চাকরিজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার ১৫ লক্ষ মানুষকে ইপিএফএ কন্ট্রিবিউশন করেছে৷ প্রায় ৫৩ হাজার কোটি টাকার অর্থ সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নমো৷

প্রধানমন্ত্রী জানিয়েছেন, কয়লা ক্ষেত্রে বন্ধনমুক্ত করার কাজ শুরু হয়েছে৷ বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দিয়ে সুদূর প্রসারী ফল পাওয়া যাবে বলেও মনে করেছেন প্রধানমন্ত্রী৷ আত্মনির্ভর ভারত গড়ার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যুক্তদের আরও লাভের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ভারতের কাছে গোটা পৃথিবী প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছেন প্রধানমন্ত্রী৷ করোনা সংকটের সময় ভারতে ১৫০ দেশকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করেছে৷ তাতে গোটা বিশ্বের কাছে ভারতের বিশ্বাস বেড়ে গিয়েছে বলেও জানিয়েছেন মোদি৷ দেশের যে কোন প্রান্তে এখন কৃষক ফসল বেচতে পারেন৷ শ্রমিকদের আয় বাড়ানোর জন্য শ্রম আইনে বদল করা হচ্ছে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী৷ শিল্পমহল এক পা বাড়ালে সরকার চার পা বাড়াবে বলেও ঘোষণা করেছেন মোদি৷ শিল্পমহলের কাছে আত্মনির্ভর হওয়ার রাস্তা রয়েছে বলেও ঘোষণা করেছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =