বড় খবর! মাত্র ১১ হাজারেই রয়্যাল এনফিল্ড?

কলকাতা: রয়্যাল এনফিল্ড কেনার সামর্থ্য নেই? চিন্তা কী? সামান্য ডাউন পেমেন্টেই রয়্যাল এনফিল্ড চালানোর স্বপ্ন পূরণ। বাকি টাকা কিস্তিতে দিলেই হল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০র…

কলকাতা: রয়্যাল এনফিল্ড কেনার সামর্থ্য নেই? চিন্তা কী? সামান্য ডাউন পেমেন্টেই রয়্যাল এনফিল্ড চালানোর স্বপ্ন পূরণ। বাকি টাকা কিস্তিতে দিলেই হল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০র দাম ১.৯০ লাখ টাকা থেকে ২.২১ লাখ টাকা (এক্স শো রুম)। ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়ির মালিক হওয়া যাবে।

কারণ বিভিন্ন ব্যাঙ্ক এবং ফিনান্স কোম্পানিগুলো বার্ষিক ৬.৬০ শতাংশ থেকে ২৮.০০ শতাংশ সুদের হারে টু হুইলারে লোন দিচ্ছে। অবশ্য আলাদা করে প্রসেসিং ফি দিতে হবে। সেক্ষেত্রে যদি ৯ শতাংশ সুদের হারে টু হুইলারে লোন মেলে তাহলে প্রতি মাসে কত ইএমআই দিতে হবে? এখানে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ইএমআই-এর হিসাব দেওয়া হল।

ধরা যাক, কেউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর বেস ভ্যারিয়েন্ট কিনছেন। এক্স শোরুম মূল্য ১.৯০ লাখ টাকা। এর মধ্যে আরটিও এবং বিমা ধরা হয়নি। এখন ১ লাখ ৯০ হাজার টাকার মধ্যে ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করা হল। এখন ১ লাখ ৭৯ হাজার টাকার লোন নিতে হবে। এখন ৯ শতাংশ সুদের হারে কত ইএমআই দাঁড়াবে? হিসেব বলছে, ১ বছরের জন্য ১ লাখ ৭৯ হাজার টাকা লোন নিলে প্রতি মাসে ১৫,৬৫৪ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ৮,৮৪৬ টাকা। আর ২ বছরের জন্য ১.৭৯ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ৮,১৭৮ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ১৭,৭৬২ টাকা। ৩ বছরের জন্য ১.৭৯ লাখ টাকার লোনে প্রতি মাসে ৫৬৯২ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দিতে হবে ২৫,৯১৭ টাকা। ৪ বছরের জন্য ১.৭৯ লাখ টাকার লোনে ৪,৪৫৪ টাকা ইএমআই দিতে হবে। মোট সুদ দাঁড়াবে ৩৪,৮১২ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *