পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ৭ লক্ষ টাকা পাবেন

পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ৭ লক্ষ টাকা পাবেন

3 stocks recomended

নয়াদিল্লি: ইপিএফও-র তরফে গ্রাহকদের জীবন বিমার সুবিধা দেওয়া হয় ৷ ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের প্রত্যেক মাসে পিএফের টাকা কাটা হলে ইপিএফও তাদের সদস্যদের ৭ লক্ষ টাকার জীবন বিমার সুবিধা দিয়ে থাকে৷ বিমার টাকা ৬ লক্ষ ছিল৷ কয়েক মাস আগে ইডিএলআই যোজনা অনুযায়ী, ৭ লক্ষ টাকা করা হয়েছে ৷

সরকারের ইডিএলআই স্কিমের সাবস্ক্রাইবার অসুস্থ হলে বা মৃত্যু হলে অ্যাকাউন্টের নমিনি বিমার টাকা ক্লেম করতে পারবেন৷ কোনও কর্মচারীর করোনায় মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা ৭ লক্ষ টাকা পেয়ে যাবেন৷ মৃত্যুর ঠিক ১২ মাস আগে এক বা একাধিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, এমন ব্যক্তিরাই এই জীবন বিমা পাওয়ার যোগ্য৷ ইপিএফও-য় ইনস্যুরেন্স ক্লেম করার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি৷

ইডিএলআই যোজনার এই টাকা নমিনি পিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর ক্লেম করতে পারবেন৷ কারও যদি নমিনি না করা থাকে, তাহলে তাঁর আইনি উত্তরাধিকারী অর্থাৎ মৃত কর্মচারীর জীবনসঙ্গী, অবিবাহিত মেয়ে বা নাবালক ছেলে এই টাকা ক্লেম করতে পারবেন৷ এই যোজনায় এককালীন টাকা দেওয়া হয়৷ এর জন্য কর্মচারীদের কোনও বাড়তি টাকা প্রদান করতে হয় না৷ মানে সাবস্ক্রাইবারা এই জীবন বিমা বিনামূল্যে পেয়ে থাকেন৷ পিএফ অ্যাকাউন্টের সঙ্গে এটা লিঙ্ক হয়ে যায় ৷ করোনায় মৃত্যুতে এই ইনস্যুরেন্স ক্লেম করা যাবে৷ এই যোজনার টাকা ক্লেম করতে ফর্ম-৫আইএফ জমা দিতে হবে৷ কর্মচারীর তরফে এই ফর্ম যাচাই করাতে হবে, না হলে গ্যাজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট, গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় পুরসভার বোর্ডের তরফে ভেরিফাই করাতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =