কেন্দ্র-রাজ্যের গুঁতোয় লিটারে ২ টাকা ৫০ পয়সা দাম বাড়ল পেট্রোল-ডিজেলে

নয়াদিল্লি: দ্বিতীয় বার আরও বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি সরকার৷ নির্বাচনি ধকল কাটিয়ে এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক সংস্কারে সাহসী পদক্ষেপের প্রত্যাশা ছিল৷ কিন্তু, সেই পথে না বাড়িয়ে পেট্রোল-ডিজেলের উপর চাপানো হল সেস৷ আর তার জেরেই দু’টাকা বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম৷ কেন্দ্রের সেস ও রাজ্যের ভ্যাটের সৌজন্যে পেট্রোলে ২ টাকা ৫০ পয়সা ও ডিজেলের ৩০

3 stocks recomended

কেন্দ্র-রাজ্যের গুঁতোয় লিটারে ২ টাকা ৫০ পয়সা দাম বাড়ল পেট্রোল-ডিজেলে

নয়াদিল্লি: দ্বিতীয় বার আরও বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় বিজেপি সরকার৷ নির্বাচনি ধকল কাটিয়ে এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক সংস্কারে সাহসী পদক্ষেপের প্রত্যাশা ছিল৷ কিন্তু, সেই পথে না বাড়িয়ে পেট্রোল-ডিজেলের উপর চাপানো হল সেস৷ আর তার জেরেই দু’টাকা বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম৷ কেন্দ্রের সেস ও রাজ্যের ভ্যাটের সৌজন্যে পেট্রোলে ২ টাকা ৫০ পয়সা ও ডিজেলের ৩০ পয়সা বেড়ে ২টাকা ৩০ পয়সা হতে চলেছে৷

কেন্দ্র-রাজ্যের নয়া ব্যবস্থার প্রভাব পড়তে চলছে বাজারে৷ মূল্যবৃদ্ধির গতি আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে৷ জ্বালানির দাম বাড়লে তার প্রভাব পড়ে সর্বত্র৷ শিল্প কলকারখানা থেকে বিদ্যুৎ শুরু করে গণপরিবহণ ও রেলও খরচেও প্রভাব খরচ বাড়তে চলেছে৷ পেট্রোল-ডিজেলের ১ টাকা করে বাড়ল বিশেষ অতিরিক্ত অন্তঃশুল্ক ও রোড সেস৷ ফলে, পেট্রোল-ডিজেলের লিটার পিছু ২টাকা করে বাড়তে চলেছে৷ সঙ্গে রাজ্য সরকারের পেট্রোলে ৫০ ও ডিজেলের ৩০ পসয়া ভ্যাট যুক্ত হলে লিটার প্রতি তেলের দাম ২ টাকা ৫০ পয়সা ও ২ টাকা ৩০ পয়সা বাড়তে চলেছে৷

কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি ও সেস বাবদ লিটার প্রতি সাধারণ পেট্রোলে নেয় ১৯.৪৮ টাকা৷  ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ১৫.৩৩ টাকা৷ সঙ্গে রয়েছে সেস৷ সঙ্গে তেল উৎপাদন কোম্পানি ও ডিলারদের লভ্যাংশ৷ আর সবার শেষে রাজ্য সরকারের ভ্যাট৷ যেটা একেক রাজ্যের একেক রকম৷ পশ্চিমবঙ্গ সরকার পেট্রল, ডিজেলের উপরে এখন সেস নেয় যথাক্রমে ২৫.২৫ শতাংশ ও ১৭.৫৪ শতাংশ হারে৷ এর হার আরও খানিকটা বাড়াতে পারে৷

পরিসংখ্যান বলছে, ডিলাররা কিনছেন কম-বেশি ৪৯ টাকার কাছাকাছি৷ ডিলাররা কমিশন (দামের উপর নির্ভর করে) বাবদ ৪ টাকা পেয়ে থাকেন৷ কেন্দ্রের অন্তঃশুল্ক প্রায় ২১ টাকা ও রাজ্যের সেস ১ টাকা চাপানোর পর নির্ধারিত হয় তেলের দাম৷ একই ভাবে ডিজেলের ক্ষেত্রেও ডিলাররা কেনেন কমবেশি ৪৮ টাকায়৷ কমিশন মেলে কমবেশি তিন টাকার কাছাকাছি৷ কেন্দ্রের অন্তঃশুল্ক ১৬ টাকা ও রাজ্যের ভ্যাট ১৭.৫৪ শতাংশ অর্থাৎ ন’টাকা ও রাজ্যের সেস এক টাকার কাছাকাছি৷ পেট্রোপণ্যের উপর কর বাবদ কেন্দ্রের আয় কমপক্ষে প্রতিদিন ৬২৭ কোটি টাকা৷ পেট্রোপণ্যের উপর রাজ্যের আয় দিনে ৫৭৩ কোটি টাকা৷

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমের দিকে৷ অর্থনৈতিক সমীক্ষায় আরও কমার ইঙ্গিত আগেই মিলেছে৷ জ্বালানির উপর সামগ্রিক স্বস্তির যে ইঙ্গিত মিলেছিল সমীক্ষায়, তাতেও কার্যত জল ঢাললেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী৷ দেশের উন্নয়নে সাধারণের পকেট কেটে ২ টাকার বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =