ফের বাড়ল পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। শনিবার ৭ পয়সা বাড়ল পেট্রোলের দাম। কলকাতায় বেড়ে পেট্রোলের দাম হলো ৭৫ টাকা ১৫ পয়সা। ওপর দিকে ৬ পয়সা বাড়ল ডিজেলের দাম। এদিন কলকাতায় ডিজেলের দাম বেড়ে দাড়ালো ৬৯.৮৬টাকা। অন্যদিকে, গত পয়লা মে থেকে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভরতুকিযুক্ত ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম বাড়বে ২৮

3 stocks recomended

ফের বাড়ল পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি: ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। শনিবার ৭ পয়সা বাড়ল পেট্রোলের দাম। কলকাতায় বেড়ে পেট্রোলের দাম হলো ৭৫ টাকা ১৫ পয়সা। ওপর দিকে ৬ পয়সা বাড়ল ডিজেলের দাম। এদিন কলকাতায় ডিজেলের দাম বেড়ে দাড়ালো ৬৯.৮৬টাকা।

অন্যদিকে, গত পয়লা মে থেকে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভরতুকিযুক্ত ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম বাড়বে ২৮ পয়সা৷ ভরতুকিবিহীন সিলিন্ডারে দাম বেড়েছে ৬ টাকা৷

ভরতুকিবিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ৭৩৮ টাকা ৫০ পয়সা৷ ভরতুকিযুক্ত গ্যাসের দাম কলকাতায় এখন ৪৯৯ টাকা ২৯ পয়সা৷ বর্তমানে সরকার প্রতিটি বাড়িতে বছরে ১২ টি করে সিলিন্ডার ভরতুকিতে দেয়। সেই সিলিন্ডারগুলির প্রতিটির ওজন ১৪.২ কেজি।

ভরতুকির টাকা সরকার পাঠিয়ে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ এর বেশি সিলিন্ডার কিনতে হলে পুরো দাম দিতে হয়৷ চলতি বছরে ভরতুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম কমে ৯৬ টাকা থেকে ৯৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত৷ ভরতুকিযুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে ওই সময় দাম কমেছে চার টাকা ৭১ পয়সা থেকে চার টাকা ৮৩ পয়সা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 17 =