নয়াদিল্লি: কমতে কমতে মঙ্গলবার পেট্রোলের দাম বছরের সর্বনিম্ন হয়ে গেল। মঙ্গলবার চার মেট্রো শহর— দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে সাত পয়সা করে পেট্রোলের দাম কমেছে। এরফলে কলকাতায় এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৯ পয়সা। লিটার পিছু দিল্লিতে ৬৯ টাকা ৭৯ পয়সা, মুম্বইতে ৭৫ টাকা ৪১ পয়সা এবং চেন্নাইতে ৭২ টাকা ৪১ পয়সায় পেট্রোল বিক্রি হচ্ছে। মঙ্গলবার দাম না কমলেও, ডিজেলর দামও সম্প্রতি কিছুটা হ্রাস পেয়েছে। রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, বড়দিনের দিন কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম ছিল ৬৫ টাকা ৫৯ পয়সা। মঙ্গলবার ডিজেলের দাম ছিল দিল্লিতে ৬৩ টাকা ৮৩ পয়সা, মুম্বইতে ৬৬ টাকা ৭৯ পয়সা এবং চেন্নাইতে ৬৭ টাকা ৩৮ পয়সা ছিল।
পেট্রোলের দাম কমে এক বছরে সর্বনিম্ন, কলকাতায় অনেকটা কমল ডিজেল
নয়াদিল্লি: কমতে কমতে মঙ্গলবার পেট্রোলের দাম বছরের সর্বনিম্ন হয়ে গেল। মঙ্গলবার চার মেট্রো শহর— দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে সাত পয়সা করে পেট্রোলের দাম কমেছে। এরফলে কলকাতায় এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৯ পয়সা। লিটার পিছু দিল্লিতে ৬৯ টাকা ৭৯ পয়সা, মুম্বইতে ৭৫ টাকা ৪১ পয়সা এবং চেন্নাইতে ৭২ টাকা ৪১ পয়সায় পেট্রোল