নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। নতুন করে পেট্রোলের দাম বাড়ান ২৯ পয়সা, ডিজেলের দাম বাড়ল ২৪ পয়সা৷ লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের একাংশের৷
করোনা পরিস্থিতিতে গত বছর থেকেই চলছে আর্থিক মন্দা। আর তার মাঝেই অনেকেই চাকরি হারিয়েছেন। অনেকে আবার ব্যবসায়েও ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই পরিস্থিতিতে প্রায় প্রতিদিন বাড়ছে তেলের দাম। এরকম চলতে থাকলে আমজনতাদের পরিস্থিতি আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের৷
জানা গিয়েছে, দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৪.২৩ টাকা এবং ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি হয়েছে ৮৫.১৫ টাকা। রাজস্থান, মধ্যপ্রদেশেও দাম বেড়ে ১০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে৷ এমনকি মুম্বয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.৪৭ টাকা। এই মূল্যবৃদ্ধি আগামীদিনে বাজার দর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, মার্চ এবং এপ্রিল এই দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলার সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি হওয়ার পরেও দেশের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়েনি। আর সেই প্রভাবই এখন তেলের দাম আকাশছোঁয়া করে তুলল।