৪ দিনে ২ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্ত জনতার

৪ দিনে ২ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্ত জনতার

3 stocks recomended

নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন পর্বে উপার্জন কমেছে দেশের কয়েক কোটি জনতার৷ লকডাউন পর্ব কাটিয়ে আনলক ওয়ানে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে অগণিত জনতা৷ জীবন বাজি রেখে জীবিকার পেছনে ছুটতে হচ্ছে৷ কেননা, টানা ৬৭ দিন গৃহবন্দি থেকে উপার্জন কমেছে৷ অফিসে অফিসে চলছে কর্মী ছাঁটাইয়ের পর্ব৷ অনেকেই কাজ হারিয়েছেন৷ সাধারণ মধ্যবিত্ত জনতা জখন করোনা মহামারীর মধ্যে সংসার সামলাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলছে, ঠিক তখন টানা ৪ দিনে জ্বালানি তেলের দাম বেশ খানিটা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ আর তাতেই কার্যত মাথায় হাত মধ্যবিত্ত জনতার৷

আনলক ওয়ান পর্ব শুরু হতে না হতেই ভর্তুকি হীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা৷ রান্নার গ্যাসের পর এবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে৷ এই নিয়ে পরপর চার দিন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে৷

আজ লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৮ পয়সা বেড়ে বাংলার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৫ টাকা ৩৬ পয়সা৷ ৬ জুন থেকে এই নিয়ে মোট চার দিনে পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে ২ টাকা ১ পয়সা৷ পেট্রোলের পাশাপাশি দাম বেড়েছে ডিজেলের৷ আজ ডিজেলের দাম বাংলায় লিটার পিছু ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬৩ পয়সা৷ এই নিয়ে ৬ জুন থেকে চার দিনে ডিজেলের দাম বেড়েছে ২ টাকা৷

কিন্তু দীর্ঘ লকডাউনের কারণে জ্বালানি তেলের চাহিদা এক ধাক্কায় কমে যাওয়ায়, আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম তলানীতে এসে ঠেকেছে৷ গত মার্চ-এপ্রিলে জলের থেকেও কম দামে বিক্রি হয়েছে অপরিশোধিত তেলের দাম৷ কিন্তু বিশ্ববাজারে যখন তলানীতে অপরিশোধিত তেলের দাম, ঠিক তখন দেশের বাজারে চড়ছে পেট্রোল ও ডিজেল৷ দাম বৃদ্ধির জেরে কেন্দ্র ও রাজ্য সরকার লাভবান হলেও নতুন করে সাধারণ জনতার মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে৷ জ্বালানি তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি খানিকটা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =