সোনার মূল্যে বিকোচ্ছে পেট্রল-ডিজেল, ১০০-র গণ্ডি পার

সোনার মূল্যে বিকোচ্ছে পেট্রল-ডিজেল, ১০০-র গণ্ডি পার

3 stocks recomended

 নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচনের পরে দেশ জুড়ে করোনা সংক্রমণের পাশাপাশি তরতরিয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দামও। মূল্যবৃদ্ধিতে গড়ছে নয়া রেকর্ড। ইতিমধ্যেই তিন রাজ্যে পেট্রলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বইয়ের মতো শহরে আকাশ ছুঁয়েছে দর।

মঙ্গলবার কলকাতায় একধাক্কায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রলের দাম হয়েছে ৯১ টাকা ৯২ পয়সা প্রতি লিটার। চলতি বছরে এর চেয়ে বেশি আগে হয়নি। এটাই এখনও পর্যন্ত এই বছরের সর্বোচ্চ। অন্যদিকে, লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮৫ টাকা ২০ পয়সা। চলতি বছরে এটাই কলকাতায় ডিজেলের সর্বোচ্চ দাম। দেশের রাজধানী দিল্লিতেও এদিন লিটার প্রতি ২৭ পয়সা বেড়ে পেট্রলের নতুন দাম হয়েছে ৯১ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮২ টাকা ৩৬ পয়সা। মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান পেট্রল বিকোচ্ছে মুম্বইতে। দেশের বাণিজ্য নগরীতে পেট্রলের দাম লিটার প্রতি ৯৮ টাকা ১২ পয়সা। ডিজেলের দর ৮৯ টাকা ৪৮ পয়সা। তিনটি রাজ্যে পেট্রলের দাম শতকের গণ্ডি ছাড়িয়েছে। কয়েকদিন আগেই পেট্রলের দাম লিটার প্রতি ১০০ টাকার গণ্ডি পার করেছিল মধ্যপ্রদেশ ও রাজস্থান। এবার সেই তালিকায় নাম লেখালো মহারাষ্ট্রও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =