পার্সোনাল লোনের মোটা EMI-দিতে হিমশিম খাচ্ছেন? এই পথ বাছুন

কলকাতা: পার্সোনাল লোনের মোটা EMI-দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন? এই নিয়মটা জানলেই কমে যাবে সুদ৷ গ্রাহক এসময় বেছে নিতে পারেন ব্যালেন্স ট্রান্সফারের বিকল্প৷ কী এই ব্যালেন্স…

Heritage Food stock price fall

কলকাতা: পার্সোনাল লোনের মোটা EMI-দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন? এই নিয়মটা জানলেই কমে যাবে সুদ৷ গ্রাহক এসময় বেছে নিতে পারেন ব্যালেন্স ট্রান্সফারের বিকল্প৷ কী এই ব্যালেন্স ট্রান্সফার? এতে আর্থিক দিক থেকে লাভ হবে গ্রাহকেরই৷

ব্যালেন্স ট্রান্সফার হল এমন একটি পদ্ধতি যাতে লোন চলাকালীন একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে তা ট্রান্সফার করতে পারেন গ্রাহক৷ উচ্চ হারে সুদ দেওয়া থেকে বাঁচতে অনেক সময় এই পদ্ধতি অবলম্বন করেন গ্রাহক৷  তবে সেক্ষেত্রে অবশ্যই তাঁর ক্রেডিট স্কোর ভালো হতে হবে৷ ব্যক্তিগত ঋণের ব্যালেন্স ট্রান্সফারের দ্বিতীয় সুবিধা হল, গ্রাহক লোন পুনর্গঠনের সুযোগ পাবেন৷ ফলে ঋণ পরিশোধের জন্য মিলবে দীর্ঘ সময়৷ যত লম্বা সময় ধরে চলবে লোন  ততই কমবে ইএমআইয়ের পরিমাণ৷ ফলে ঋণগ্রহীতাকে কম টাকা সুদ দিতে হবে৷ ফ্রিতে হাতে-কলমে শেয়ার বাজার শিখতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *