চিনে তথ্য পাচার করছে Paytm Payments Bank! কী বলছে সংস্থা?

চিনে তথ্য পাচার করছে Paytm Payments Bank! কী বলছে সংস্থা?

নয়াদিল্লি:  আরও বিপাকে পেটিএম পেমেন্ট পেমেন্টস ব্যাঙ্ক৷ দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর রোষের মুখে পড়েছিল এই ই-ওয়ালেট সংস্থাকে৷ এবার তাদের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ৷ 

আরও পড়ুন- এখনও পাননি Tax রিফান্ড? কী করতে হবে জেনে নিন

সম্প্রতি আরবিআই জানিয়েছিল, নতুন করে আর গ্রহক নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক৷ পাশাপশি সংস্থার আইটি পরিকাঠামো এবং আইটি ব্যবস্থার ক্ষেত্রে অডিট করার কথাও বলা হয়৷ এবার উঠল ভয়ঙ্কর অভিযোগ৷ গ্রাহকদের তথ্য নাকি চিনে পাচার করছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক৷ এই খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পেটিএম গ্রাহকদের মধ্যে৷ জানা গিয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত রয়েছে চিনা সংস্থা৷ সে কারণেই ভারতীয় গ্রাহকদের তথ্য চিনে পাচার করা হচ্ছে৷ যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইনের বিরুদ্ধে৷ তবে ঠিক কী কী তথ্য চিনে পাচার করা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়৷  

কী মর্মে এই অভিযোগ? পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিনিয়োগকারীদের মধ্যে একাধিক চিনা সংস্থা রয়েছে৷ সেই সকল চিনা সংস্থাগুলিকে তথ্য সরবরাহ করে থাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। এই বিষয়ে আরবিআই-এর কড়া নিয়ম রয়েছে৷ আরবিআই-এর স্পষ্ট নির্দেশ,  যে সকল ডিজিটাল পেমেন্ট সংস্থা ভারতে কাজ করেছে, তাদের নিজেদের গ্রাহকদের সমস্ত নথি সুরক্ষিত রাখতে হবে। তেমনটা না হলে, তা অপরাধ বলে বিবেচিত হবে। 

যদিও তথ্য পাচারের বিষয়টি অস্বীকার করেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহারকারী সকল গ্রাহকদের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে৷ সংস্থার মুখপাত্রের কথা, এই রিপোর্ট সম্পূর্ণ ভিত্তিহীন৷ সংস্থার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে৷ তিনি জানিয়েছেন, আরবিআই-এর গাইডলাইন মেনেই তাঁরা কাজ করছেন৷