RBI-এর কঠোর পদক্ষেপ, আর্থিক চাপে পড়তে পারে Paytm

RBI-এর কঠোর পদক্ষেপ, আর্থিক চাপে পড়তে পারে Paytm

3 stocks recomended

paytm

নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেটিএম-এর মালিকানাধীন সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনের শেয়ার শুক্রবার ৪ শতাংশ কমার ফলে পেটিএম-এর কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানিগুলির গ্রাহকদের ক্রেডিট এক্সপোজারের ওপর ২৫ শতাংশ কর বাড়িয়েছে। 

গ্লোবাল ব্রোকারেজ সিএলএসএ-এর বিশ্লেষকরা মনে করেন যে, রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত পেটিএম-এর সংস্থার বৃদ্ধির হারকে প্রভাবিত করতে পারে, যদিও তারা মনে করে না যে এই প্রভাব দীর্ঘদিন থাকবে। দাবি করা হচ্ছে, পেটিএম-এর ওপর কিছু প্রভাব থাকতে পারে, কিন্তু সেটি খুব বড় হবে না কারণ, এর বেশিরভাগ নন-ব্যাঙ্কিং অংশীদারদের একটি ছোট অংশের অনিরাপদ ঋণ রয়েছে। যদিও এটা মনে করা হচ্ছে, ব্যাঙ্কগুলি আলাদাভাবে নিয়ম কঠোর করবে এবং রেট বাড়াবে, তার জন্য পেটিএম-এর আলাদাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এদিকে দেখা গিয়েছে, নভেম্বরের শুরু থেকে পেটিএম-এর শেয়ার চলতি সপ্তাহে সর্বোচ্চ স্তরে উঠেছিল। 

কিছুদিন আগেই কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানার জন্য রিজার্ভ ব্যাঙ্কের শাস্তির মুখে বেসরকারি ব্যাঙ্কিং সংস্থা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। আরবিআই জানিয়েছিল, কেওয়াইসি সংক্রান্ত নিয়ম না মানা, ব্যাঙ্কের লাইসেন্সিং বিষয়ক নিয়ম না মানা, দিনের শেষে গ্রাহকদের ব্যালেন্স ঠিকমতো না দেখানো, ইপিআই পেমেন্টের ক্ষেত্রে অ্যাপ নির্ভর মোবাইল ব্যাঙ্কিংয়ে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানা-সহ আরও একাধিক অভিযোগ রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। 

রিজার্ভ ব্যাঙ্কের শাস্তির মুখে পড়েও খুব একটা পড়েনি পেটিএম-এর শেয়ার। দিনের শেষে পেটিএম-এর শেয়ার বেড়েছে ১.৪৬ শতাংশ৷ তবে, আগামী দিনের পেটিএম-এর উপর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার৷

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =