RBI-এর গভর্নরের পদ থেকে ইস্তফা উর্জিত প্যাটেলের

২০১৬ সালে ৫ সেপ্টেম্বর RBI-এর ২৪তম গভর্নরের দায়িত্ব নেন উর্জিত পটেল৷

3 stocks recomended

RBI-এর গভর্নরের পদ থেকে ইস্তফা উর্জিত প্যাটেলের

লোকসভা নির্বাচনের আগে ২০টি বিরোধী রাজনৈতিক দলের বৈঠক শুরু হতেই জাতীয় রাজনীতিতে মুখ পোড়াল কেন্দ্র৷ কেন্দ্রের মুখে কালি ছিটিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা উর্জিত প্যাটেলের৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ টুইট করে নিজের ইস্তফা দেন উর্জিত৷ তবে, তাঁর ইস্তফা গৃহীত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ ২০১৬ সালে ৫ সেপ্টেম্বর RBI-এর ২৪তম গভর্নরের দায়িত্ব নেন উর্জিত পটেল৷

নোটবন্দির পর থেকে ক্রমাগত মোদি-জেটলির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে উর্জিতের৷ সরাসরি ভাবে না বললেও নোটবন্দির বিরোধিতাও করেন তিনি৷ গত দু’এক মাসে কেন্দ্রের বিরুদ্ধে আরবিআইয়ের সম্পর্ক তলানিতে এসে ঠেকে৷ কেন্দ্রের চাহিদা অনুযায়ী টাকা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় সংঘাত৷ তুঙ্গে ওঠে বিতর্ক৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গত সপ্তাহে সুদের হার ৬.৫০ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর উর্জিত প্যাটেলের নেতৃত্বাধীন মনিটারি পলিসি কমিটি (এমপিসি)৷ দেশের শিল্প সংস্থা ও এনবিএফসিগুলির মধ্যে ঋণ চাহিদা বাড়াতে আরবিআই-এর উপর চাপ ক্রমাগত বাড়াচ্ছিল কেন্দ্র। কিন্তু, সেই চাপের কাছে নতি স্বীকার না করে ২০১৮-১৯ অর্থবর্ষের পঞ্চম দ্বিমাসিক ঋণনীতি ঘোষণার সময় সুদের হার অপরিবর্তিতই রাখে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ এই ঘোষণার ঠিক চার দিনের মাথায় ইস্তফা উর্জিত প্যাটেলের৷ এই নিয়ো মোদি সরকারের আমলে পর পর দু’জন গভর্নর তাঁদের পদ থেকে ইস্তফা দেন৷ রঘুরাম রাজনের উত্তরসূরি হন উর্জিত পটেল৷

৫৩ বছর বয়সি পটেল গুজরাতে জন্ম হলেও একসময় কিনিয়ার নাগরিকত্ব ছিল তাঁর। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পটেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম ফিল এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। পাঁচ বছর তিনি কাজ করেছেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারে (আইএমএফ)। কিনিয়ার নাগরিক হিসাবেই সেখানে যোগ দিয়েছিলেন তিনি। তারপর বাণিজ্য উপদেষ্টা সংস্থা-বস্টন কনসালটিং গ্রুপের পরামর্শদাতা হিসাবে কাজ করেন। রিজার্ভ ব্যাঙ্কে এসেছিলেন ২০১৩ সালে৷ একসময় মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানও ছিলেন পটেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *