নয়াদিল্লি: ফের দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট। জানুয়ারির ৮ ও ৯ তারিখ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে ধর্মঘটে সামিল হবে ব্যাঙ্ককর্মীদের সংগঠনও। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে ভারত জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সেই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠন ‘আইবিএ’ ও ‘এআইবিইএ’।
প্রসঙ্গত, গত ২১ ও ২৩ ডিসেম্বর কেন্দ্রের ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদেও ধর্মঘটের ডাক দিয়েছিল এই ২ সংগঠন। প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী সেই আন্দোলনে যোগ দিয়েছিল। ছুটির মরশুম দু’দিনের ওই ধর্মঘট সহ টানা প্রায় পাঁচ দিন বন্ধ থাকে ব্যাঙ্ক। ফলে বিশেষ করে গ্রাম ও মফস্বলের মানুষদের সাময়িক নগদের সঙ্কটে পড়তে হয়।