রান্নার গ্যাসে কারচুপি রুখতে বড় পদক্ষেপ, বাধ্যতামূলক হচ্ছে OTP

রান্নার গ্যাসে কারচুপি রুখতে বড় পদক্ষেপ, বাধ্যতামূলক হচ্ছে OTP

3 stocks recomended

 

নয়াদিল্লি: রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে কারচুপি রুখতে কড়া হচ্ছে সরবরাহকারী সংস্থা৷ এবার থেকে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে হলে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড বাধ্যতামূলক করা হচ্ছে৷ ১ নভেম্বর থেকে শুরু হবে এই নিয়ম৷ জানা গিয়েছে তৈল সংস্থাগুলি এই ডেলিভারী অথেন্টিকেশনের কোডের এই নতুন ব্যবস্থা চালু করতে চলছে যেকোনও রকমের দুর্নীতি রোখার জন্য৷ এই ডেলিভারী অথেন্টিকশন কোড বা DAC প্রাথমিকভাবে চালু করা হবে ১০০টি স্মার্ট শহরে৷ তার মধ্যে রয়েছে কলকাতাও৷ জানা গিয়েছে, গ্রাহকরা ফোন করে এলপিজি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে তাঁদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।

সিলিন্ডার ডেলিভারি করার সময় সেই কোড ওই সরবরাহকারীকে দিতে হবে। সঠিক ওটিপি দিলে তবেই মিলবে গ্যাস সিলিন্ডার। রাজস্থানে জয়পুরে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। কারচুপি রুখতে এটি বেশ বড়সড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে৷ তবে ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছে এই নিয়মে কারচুপি যেমন রোখা যাবে তেমনই প্রক্রিয়া আরও জটিল হবে। কারণ দেশের প্রান্তিক এলাকায় বহু গ্রাহকের মোবাইল নম্বর রেজিস্টার করা নেই। অনেক তা করা থাকলেও পরে নতুন মোবাইল নম্বর নিয়ে তা আপডেট করেনি এমনও অনেকেই রয়েছে৷ অনেকে আবার মেসেজ বা ওটিপি দেখতে জানেন না। ফলে তাঁদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

অনেকসময় দেখা যায়, একজন গ্যাস সিলিন্ডার বুক করলে তা অনেকসময় অন্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। অনেকে আবার অতিরিক্ত সিলিন্ডার নিয়ে তা বেশি দামে বিক্রিও করে দেয়। তবে এই নতুন ব্যবস্থার ফলে তেমনটা আর করা সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 18 =