অপশন ট্রেডে উড়ে যাচ্ছে স্টপলস? কোন কৌশলে রক্ষা? পড়ুন বিস্তারিত

অপশন ট্রেডে উড়ে যাচ্ছে স্টপলস? কোন কৌশলে রক্ষা? পড়ুন বিস্তারিত

3 stocks recomended

options

কলকাতা: আপনি কি অপশন ট্রেড করেন? তাহলে নিশ্চিত ভাবেই জানেন, এই মুহূর্তে নিফটি কিংবা ব্যাঙ্ক নিফটির হাল! বেশ কিছু দিন ধরেই বাজারে লাগাতার চলছে স্টপলস হান্টিংয়ের খেলা৷ এক ক্যান্ডেলেই উড়ে যাচ্ছে স্টপলসের গণ্ডি৷ আর এই পরিস্থিতি কীভাবে বাঁচাবেন স্টপলস?

এই মুহূর্তে বিশ্ববাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ গিফট নিফটিও মাথা তুলছে৷ তবুও, কিছুতেই থামছে না বিদেশি বিনিয়োগকারীদের স্টপলস হান্টিংয়ের খেলা৷ তবে লাগাতার এক সপ্তাহ ধরে স্টপলস হান্টিংয়ের খেলা চললেও বিদেশি বিনিয়োগকারীদের তরফে কিছুটা হলেও লং পজিশন তৈরি হতে দেখা গিয়েছে৷ এই মুহূর্তে নিফটি ১৯,৮০০-র উপর ট্রেড করছে৷ ২০ জুলাই ১৯,৯০০-এর হাই ভেঙেছিল ১২ সেপ্টম্বর৷ এর পর ২০,২০০ থেকে  ১৮,৮৪৫-এ নেমে সূচক ফের উপরের দিকে ওঠার চেষ্টা করছে৷ আর এই পরিস্থিতিতে নিফটি ফের উপরের স্তরে ফিরতে পারে বলেও করা হচ্ছে অনুমান৷ বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান, চলতি নভেম্বর এক্সপায়ারিতে নিফটি ১৯,৯০০ থেকে ২০,০০০-এর সূচকে পৌঁছতে পারে৷

বাজার বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্টপলস হান্টিংয়ের প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকতে পারে৷ এই স্টপলস হান্টিংয়ের নেপথ্যে থাকতে পারে পাঁচ রাজ্য-সহ আগামী লোকসভা নির্বাচনের প্রভাব৷ নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বাড়বে বাজারে ধোঁয়াশা৷ বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস না ফেরা পর্যন্ত বাজার ভোলাটিলিটি থাকার সম্ভাবনা প্রবল৷ ফলে, বাজার থেকে মুনাফা তুলতে FII-এর তরফে স্টপলস হান্টিংয়ের খেলা জারি থাকবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশের৷

আর এই পরিস্থিতিতে স্টপলস রক্ষা করতে কী করণীয়? বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপশন ট্রেডিং আপাতত স্থগিত রাখা যেতে পারে৷ তবে, পোর্টফলিও রক্ষার স্বার্থে বা কোনও স্টকের নিরিখে হেজিং হতে পারে আপাত নিরীহ কৌশল৷ 

ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করে বাজারে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি৷  আপনি চাইলে LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Disclaimer – Mutual funds and Equity investments are subject to market risk. Please read all offer documents before investing. This article is only for education purpose. Please consult your adviser before investing. This article is only to give information and only for education purpose.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − one =