কলকাতা: এখনও দু’বছরও হয়নি। তার মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পূর্ব রেলের অন্ত্যোদয় এক্সপ্রেস। বর্তমানে তিনটি অন্ত্যোদয় এক্সপ্রেস চলছে। যা যাত্রী মহলে ‘শ্রমিক ট্রেন’ হিসেবেই পরিচিত। হাওড়া-এর্নাকুলাম, সাঁতরাগাছি-চেন্নাই এবং টাটা-মুম্বই রুটে চলাচলকারী দূরপাল্লার সুপারফাস্ট কিন্তু অসংরক্ষিত শ্রেণীর ট্রেনগুলি সাধারণ যাত্রী তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া শ্রমিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তিনটি ট্রেনের মধ্যে যাত্রী মহলে ‘হট কেক’ এর্নাকুলামগামী ট্রেনটি। জনপ্রিয়তার কথা বিবেচনা করে আগামী দিনে এই ট্রেনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে খবর।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, এর্নাকুলামগামী ট্রেনটি সপ্তাহে একদিন চলে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে প্রতি শনিবার। ট্রেনটি গন্তব্যে পৌঁছয় প্রতি সোমবার। ২০১৭ সালের ৪ মার্চ ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকে গত নভেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসেবে দেখা যাচ্ছে, ট্রেনটিতে মোট ১ লক্ষ ৪০ হাজার যাত্রী সফর করেছেন। ট্রেনটিতে যত আসন রয়েছে, তাতে একসঙ্গে ১৬০০ যাত্রী যেতে পারেন। অর্থাৎ, এক মাসে মোট ৬,৪০০ জন যাত্রী আসনে বসে সফর করতে পারেন। সেই জায়গায় গত নভেম্বরে মোট সাড়ে ১১ হাজার জন যাত্রী কেবল হাওড়া স্টেশন থেকেই ট্রেনে উঠেছেন। অক্টোবরে চড়েছেন মোট সাড়ে ৯ হাজার জন। ১৭ হাজার ১৯২ জন যাত্রী চড়েছেন গত সেপ্টেম্বরে।