মাত্র ১০০ টাকায় দিনভর ঠাকুর দেখার সুযোগ! দিঘা, মন্দারমনি প্যাকেজ ট্যুর রাজ্যের

কলকাতা: একটি টিকিট৷ পুজোর ক’দিন দিনভর দেখা যাবে ঠাকুর৷ চতুর্থী থেকে নবমী পর্যন্ত ১০০ টাকার টিকিট কিনলে সরকারি বাস ও লঞ্চে দিনভর সওয়ার হওয়া যাবে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর৷ একই সঙ্গে থাকছে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা৷ চতুর্থীর থেকেই এই পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিয়ম৷ চলবে নবমীর রাত পর্যন্ত৷ এই পরিষেবা কলকাতা থেকে মিলবে৷ এর জন্য

3 stocks recomended

মাত্র ১০০ টাকায় দিনভর ঠাকুর দেখার সুযোগ! দিঘা, মন্দারমনি প্যাকেজ ট্যুর রাজ্যের

কলকাতা: একটি টিকিট৷ পুজোর ক’দিন দিনভর দেখা যাবে ঠাকুর৷ চতুর্থী থেকে নবমী পর্যন্ত ১০০ টাকার টিকিট কিনলে সরকারি বাস ও লঞ্চে দিনভর সওয়ার হওয়া যাবে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর৷ একই সঙ্গে থাকছে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা৷

চতুর্থীর থেকেই এই পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিয়ম৷ চলবে নবমীর রাত পর্যন্ত৷ এই পরিষেবা কলকাতা থেকে মিলবে৷ এর জন্য অনলাইনে বুকিং করা যাবে৷ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গত বছর থেকে ১০ লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে রাজ্য পরিবহণ নিগম৷ শুধু ওই উৎসবের দিন গুলিতে নিগমের হাতে গিয়েছে কয়েক কোটি টাকা৷ গত বছর এক টিকিটে ভ্রমণ পরিষেবা ব্যাপক সাড়া মিলেছে বলেও দাবি করেছেন মন্ত্রী৷

টিকিট যোগান না দিতে পারায় বহু মানুষকে খালি হাতে ফিরতে ফিরে যেতে হয়৷ সে কথা মাথায় রেখে এ বছর আরও বৃহত্তর প্রস্তুতি নিয়ে মাঠে নামছে পরিবহণ নিয়ম৷ এই বছর পুজো পরিক্রমা কর্মসূচি সফল হলে আগামী দিনে অন্যান্য উৎসবের মরসুমে এই একই রকম পরিষেবা চালু করা হবে বলেও জানিয়েছেন পরিবহণ মন্ত্রী৷ মন্ত্রী জানিয়েছেন, পুজোয় এবার শহরজুড়ে ১৬০০টি সরকারি বাস পরিষেবা দেবে৷ এবার বনেদিবাড়ির পুজো দেখার সুযোগ থাকছে৷ এছাড়াও হুগলির বিশিষ্ট বাড়ির পুজো, সল্টলেকের নিউটনের পুজো দেখার ব্যবস্থা করেছে৷ ডব্লিউবিসিটি এবার টাকিতেও বিসর্জন দেখার সুযোগ থাকছে৷ টাকি ছাড়াও দুর্গাপুর দামোদরে বিসর্জন দেখার সুযোগ দিচ্ছে পরিবহণ দপ্তর৷ একইসঙ্গে এসবিএসটিসি কলকাতা থেকে মাইথন শান্তিনিকেতন, দিঘা, মন্দারমনি, মুকুটমণিপুর প্যাকেজ ট্যুরের আয়োজন করেছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 9 =