মাত্র ৬০ টাকায় মিলবে পেঁয়াজ! বিক্রির প্রস্তুতি রাজ্যের!

কলকাতা: গত ৪ মাসে ২০ টাকার পেঁয়াজ পৌঁছে গিয়েছে ১৫০ টাকায়৷ কেন্দ্র-রাজ্য সংঘাত পরবর্তী পরিস্থিতির সুযোগ দিয়ে পেঁয়াজ হাঁকাতে পারে ২০০টাকা৷ পেঁয়াজ কিনতে গিয়ে রীতিমত জ্বর চলে আসছে আমজনতা৷ তবে, একটু হলেও স্বস্তি, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে রেশনে মিলতে পারে পেঁয়াজ৷ লাগাম ছাড়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মিশর থেকে বাংলায় আসছে পেঁয়াজ৷ দু’তিন

3 stocks recomended

মাত্র ৬০ টাকায় মিলবে পেঁয়াজ! বিক্রির প্রস্তুতি রাজ্যের!

কলকাতা: গত ৪ মাসে ২০ টাকার পেঁয়াজ পৌঁছে গিয়েছে ১৫০ টাকায়৷ কেন্দ্র-রাজ্য সংঘাত পরবর্তী পরিস্থিতির সুযোগ দিয়ে পেঁয়াজ হাঁকাতে পারে ২০০টাকা৷ পেঁয়াজ কিনতে গিয়ে রীতিমত জ্বর চলে আসছে আমজনতা৷ তবে, একটু হলেও স্বস্তি, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে রেশনে মিলতে পারে পেঁয়াজ৷

লাগাম ছাড়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মিশর থেকে বাংলায় আসছে পেঁয়াজ৷ দু’তিন দিনের মধ্যে মুম্বই বন্দর থেকে তা বাংলায় পৌঁছে যাওয়ার কথা৷ ফলে, সব কিছু সময় মতো চললে আগামী সপ্তাহে রাজ্যের ‘সুফল বাংলা’র স্টল ও রেশনের মাধ্যমে ন্যায্য মূল্য পাওয়া যাতে পারে বিদেশি পেঁয়াজ৷

এই মুহূর্তে ‘সুফল বাংলা’য় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৯ টাকায়৷ জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এক হাজার রেশন দোকানে পেঁয়াজ বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ধাপে ধাপে জেলার রেশন দোকানে পৌঁছে যাবে বিদেশি পেঁয়াজ৷

খাদ্য দপ্তর সূত্রে খরব, রেশন দোকানপিছু ৫ কুইন্টাল পেঁয়াজ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে৷ দাম ধরা হয়েছে কেজি প্রতি ৬০ টাকায়৷ শুক্রবার পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করেন মুখ্যমন্ত্রী৷ মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের তরফে ২০০ টন পেঁয়াজ চাওয়া হয়েছিল৷ কিন্তু দেওয়া হয় ২০ টন৷তাও আবার পচা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =