পেঁয়াজ, টমেটো অগ্নিমূল্য, খুচরোয় মুদ্রাস্ফীতির জেরে অর্থনীতিতে নতুন সংকট

নয়াদিল্লি: দেশের সংকটজনক আর্থিক পরিস্থিতিতে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নতুন করে আগুনে ঘৃতাহুতি হয়ে দেখা দিল৷ রিজার্ভ ব্যাংকের মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা ৪ শতাংশ কেও ছাপিয়ে গেল খুচরোয় মুদ্রাস্ফীতি৷ অক্টোবরে এই মুদ্রাস্ফীতির হার বিগত ১৫ মাসে সবচেয়ে বেশী হয়৷ রয়টার্সের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য৷ মূলত কাঁচা সবজির দাম বেড়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিপোর্টে জানানো

3 stocks recomended

পেঁয়াজ, টমেটো অগ্নিমূল্য, খুচরোয় মুদ্রাস্ফীতির জেরে অর্থনীতিতে নতুন সংকট

নয়াদিল্লি: দেশের সংকটজনক আর্থিক পরিস্থিতিতে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি নতুন করে আগুনে ঘৃতাহুতি হয়ে দেখা দিল৷ রিজার্ভ ব্যাংকের মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা ৪ শতাংশ কেও ছাপিয়ে গেল খুচরোয় মুদ্রাস্ফীতি৷ অক্টোবরে এই মুদ্রাস্ফীতির হার বিগত ১৫ মাসে সবচেয়ে বেশী হয়৷ রয়টার্সের সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য৷

মূলত কাঁচা সবজির দাম বেড়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে৷ এবছর বর্ষার শুরুতে বৃষ্টির ঘাটতি থাকায় চাষের কাজে দেরি হয়, ফলে সবজি সরবরাহের কাজও পিছিয়ে যায়৷ পেঁয়াজের ঘাটতি মেটাতে রপ্তানি বন্ধ করে কেন্দ্র৷

বিশেষত পেঁয়াজ আর টমেটোর আকাশ ছোঁয়া মূল্য সামাল দিতে না পারায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে৷ অন্যদিকে উৎসবের মরশুমে অর্থাৎ অক্টোবরেই সমস্ত খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়৷ নভেম্বরের প্রথম সপ্তাহে সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে গ্রাহক মূল্যের ওপরেও মুদ্রাস্ফীতির হার পৌঁছে গেছে ৪.২৫শতাংশে৷ যা বিগত একবছরে মধ্যে এবছর সেপ্টেম্বরের সবচেয়ে ৩.৯৯ শতাংশের থেকেও বেশী৷ যদিও খুচরোয় মুদ্রাস্ফীতি আরবিআইয়ের মধ্য-মেয়াদী লক্ষ্যকে ছাপিয়ে যাবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল৷

তারা মনে করেন মূল মুদ্রাস্ফীতি এবং সাময়িক মুদ্রাস্ফীতির মধ্যে সঠিক ভারসাম্য বুঝে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত রিজার্ভ ব্যাংকের৷ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতোমধ্যেই পাঁচ বার সুদের হার কমিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই কৌশল কতটা কার্যকর হবে তার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =